2:40 PM IST
একুশেই আমাদের আন্দোলন ঃ মমতা
একুশই আমাদের ভয়, একুশই আমাদের ভরসা। একুশেই আমাদের আন্দোলন। জামবুনির সভায় বার্তা দিয়ে সভা শেষ করলেন মমতা।
2:41 PM IST
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভিডিও, দেখুন
2:40 PM IST
বিশ্বভারতীর ভিসিকে তোপ মমতার
বিজেপি টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে। আদিবাসীদের অপমান করছে। বিশ্বভারতীর ভিসি বিজেপির স্ট্যাম্প মারা। বিজেপিকে কটাক্ষ মমতার।
2:39 PM IST
বর্গি হানা দেবে বাংলা, বাংলাকে বাঁচান- মমতা
বাংলায় বর্গি আসছে, বর্গি হানা দেবে, দস্যু হানা দেবে, বাংলা-কে বাঁচান, বাংলাকে বাঁচানোর লড়াই করতে হবে, আমি মানুষের ক্ষতি করে রাজনীতি করি না, পছন্দ করি না, কোনওদিন করবো না- মমতা বন্দ্যোপাধ্যায়
2:37 PM IST
কৃষক আন্দোলন নিয়ে তোপ মমতার
কৃষি আন্দোলন নিয়ে বিজেপিকে তোপ দিলেন মুখ্যমন্ত্রী। কৃষক সেখানে খেতে পাচ্ছে না। বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
2:37 PM IST
কৃষক আন্দোলন নিয়ে বিজেপি-কে আক্রমণ মমতা
কৃষকদের আন্দোলনে প্রমাণ করছে কৃষকদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কৃষি বিলের নামে দেশকে বেঁচে দেওয়ার চেষ্টা- মমতা
2:35 PM IST
মানুষকে মিথ্যে বোঝানো হচ্ছে ঃ মমতা
মানুষকে মিথ্য়া কথা বোঝানো হচ্ছে। গ্রামে গ্রামে গিয়ে মিথ্যা কথা বলছে। বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। বোলপুরে সভায় বললেন মমতা।
2:35 PM IST
হেট পলিটিক্স-এর আমদানি করছে- অভিযোগ মমতা-র
রোজ বাংলায় ঘৃণ্য-বিদ্বেষমূলক রাজনীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে, ফেক ভিডিও তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে- মমতা
2:33 PM IST
বিশ্বভারতীর উপাচার্যকে নিশানা মমতার
বিশ্বভারতীর উপাচার্য মার্কা মারা বিজেপি, দুনিয়াতে আর খুঁজে লোক পায়নি, বিজেপি-র এক হাতের পুতুল-কে উপাচার্য বানানো হয়েছে, আর এর সুযোগে বিশ্বভারতী থেকে বিদ্বেষমূলক মনোভাবকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমি রাজ্য সরকারের অধীনস্থ কোনও বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনও কর্মসূচি পালন করি না, শিক্ষাঙ্গণ কখনও রাজনীতির উৎসস্থল হতে পারে না।- মমতা
2:31 PM IST
গান্ধীজী-রবীন্দ্রনাথ নিয়ে বিজেপিকে তোপ মমতার
যাঁরা গান্ধীজীকে খুন করল, তারাই আজ নেতা। যাঁরা রবীন্দ্রনাথকে অপমান করল, তাঁরাই আজ নেতা। বিজেপি তীব্র আক্রমণ মমতার।
2:32 PM IST
অল্প বাংলা জানা লোকেদের বাংলায় আনা হচ্ছে- মমতা
চক্রান্ত করে রাতের অন্ধকারে বাংলার ঘরে ঘরে ঢুকে পড়ছে অল্প বাংলা জানা কিছু লোক, ভাঙা ভাঙা বাংলায় ভোট দেওয়ার কথা বলছে, এই ষড়যন্ত্র-কে ভেঙে দিতে হবে- মমতা বন্দ্যোপাধ্যায়
2:31 PM IST
বহিঃশক্তি-র ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান মমতার
বহিঃশক্তি এসে বাংলার ঘরে ঘরে হানা দিচ্ছে, ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে- মমতা বন্দ্যোপাধ্যায়
2:30 PM IST
ফেক নিউজ ছড়িয়ে বাংলাকে ভাঙার চেষ্টা- মমতা
ফেক নিউজ ছড়িয়ে বাংলা-কে ভাঙার ষড়যন্ত্র চলছে, যে দিকে তাকাবেন সেদিকে এরা ফেক নিউজ ছড়িয়ে দিচ্ছে- মমতা বন্দ্যোপাধ্য়ায়
2:28 PM IST
নির্বাচনের জন্য এখন বাংলায় আসছে- মমতা
এতদিন পাত্তা ছিল না, দেখা মিলত না, এখন নির্বাচন ,বলে রাজ্যে আসছে- মমতা বন্দ্যোপাধ্য়ায়
2:26 PM IST
বাংলা-তে এলে হবে না, বাংলার সংস্কৃতিকে জানতে হবে- মমতা
বাংলায়ে এলেই হবে না, বাংলাকে জানতে হবে, বোলপুরের সংস্কৃতি জানতে হবে, বিশ্বভারতীর সঙ্গে মানুষের সম্পর্ককে জানতে হবে, বাংলাকে জানতে হবে, বাংলার সংস্কৃতি-কে জানতে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে, রামকৃষ্ণকে জানতে হবে, স্বামী বিবেকানন্দকে জানতে হবে, কালীঘাটকে জানতে হবে, বেলুড়-কে জানতে হবে- মমতা বন্দ্যোপাধ্যায়
2:21 PM IST
বিশ্বভারতীকে অপমান করা হচ্ছে ঃ মমতা
বিশ্বভারতী, শান্তিনিকেতনকে অপমান করছে। জনসভা থেকে বললেন মমতা।
2:23 PM IST
বিশ্বভারতী কর্তৃপক্ষ-কে আক্রমণ মমতার
বিশ্বভারতীর মূল মন্ত্র হল মুক্তমনা, মানুষের বন্ধনে আবদ্ধ বিশ্বভারতী, কিন্তু যখন পাঁচিল তুলে সেইব বন্ধনকে আটকে দেওয়া হয় তাকে পছন্দ করি না, বিশ্বভারতীকে আমরা ভালোবাসী- বললেন মমতা।
2:21 PM IST
বোলপুরের মাটির সঙ্গে সংযোগ থাকা মণিষীদের অসম্মান, অভিযোগ মমতার
বোলপুরে মাটির সঙ্গে যুক্ত থাকা মণিষীদের অসম্মান করা হচ্ছে, অমর্ত্য সেন-কে আক্রমণ করা হচ্ছে, অভিযোগ মমতার
2:17 PM IST
জনসভায় মমতার রবীন্দ্র আবেগ
সোনার বাংলা রচনা করে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরও কারোর প্রয়োজন নেই সোনার বাংলা গড়ার। জামবুনির সভা থেকে বার্তা মমতার।
2:17 PM IST
রবীন্দ্রনাথকে অপমান করা হয়েছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
রবীন্দ্রনাথকে নিয়ে অবমাননা করা হয়েছে, বাঙালি জাতি এই অপমান সহ্য করবে না, রবীন্দ্রনাথকে নিয়ে অপমানের প্রতিবাদ জানাতে বোলপুরে আসা, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
2:15 PM IST
প্রণাম জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
জামবুনি বাসস্ট্যান্ডে শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুরু, ৪ কিলোমিটার রোড শো-এর শেষে মঞ্চে উঠে বোলপুরবাসীদের প্রণাম জানালেন মমতা, বাউল শিল্পী থেকে শুরু করে বোলপুরের সংস্কৃতি এবং শিল্পী-দের শ্রদ্ধা জানালেন তৃণমূলনেত্রী।
2:08 PM IST
জামবুনিতে মূল মঞ্চে মমতা
জামবনিতে পদযাত্রা করে মূল মঞ্চে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। জামবুনিতে মূল মঞ্চে পৌঁছলেন তৃণমূল নেত্রী।
1:58 PM IST
মমতার পদযাত্রায় ট্য়াবলো
তৃণমূল নেত্রীর পদযাত্রায় দুটি ট্য়াবলো। ট্য়বলোয় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মমতার পদযাত্রায় বাংলার সংস্কৃতি। পদযাত্রায় রয়েছেন বাউলশিল্পীরা। রয়েছেন কীর্তন শিল্পীরা।
1:56 PM IST
বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বর্ণাঢ্য মিছিল
West Bengal: Chief Minister Mamata Banerjee arrives at Bolpur, Birbhum District https://t.co/GNFe2Q3In7 pic.twitter.com/oW3oHwIIDu
— ANI (@ANI) December 29, 2020
1:38 PM IST
মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো-এর সরাসরি লাইভ ভিডিও
1:34 PM IST
বোলপুরে মমতা-র পদযাত্রা, রোড শো-এ জনজোয়ার
1:30 PM IST
মমতার পদযাত্রায় ৩ লক্ষ মানুষের ঢল, বললেন অনুব্রত
বোলপুরে মমতার সভায় ৩ লক্ষ মানুষের ঢল। বাইরে থেকে লোক আনা হয়নি। চারিদিকে মানুষের ঢল। বললেন অনুব্রত মণ্ডল।
1:29 PM IST
বোলপুরে মমতার পদযাত্রায় মানুষের ঢল
বোলপুরে ৮০০ মিটার পদযাত্রা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শক্তিপ্রদর্শন করতে পথে নেমেছেন তৃণমূল নেত্রী। রাস্তার দুধারে মানুষের উচ্ছ্বাস, উন্মাদনা। আজ ৪ কিমি রাস্তা পদযাত্রা করবেন মমতা।
1:13 PM IST
বোলপুরে মমতার পদযাত্রায় মমতার
বোলপুরে পদযাত্রা শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পূর্ব নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে যান মমতা। দলীয় পতাকায় গোটা এলাকায় ছেয়ে দেওয়া হয়েছে। লজ মোড় থেকে ৪ কিলোমিচার পদযাত্রা করবেন মমতা।
12:38 PM IST
৮ জানুয়ারি ১ লক্ষ মানুষের সমাগম, বললেন শুভেন্দু
৮ জানুয়ারি নন্দীগ্রামে তাঁর সভায় ১ লক্ষ মানুষের সমাগম হবে। নন্দীগ্রামের অরাজনৈতিক পদযাত্রা থেকে বললেন শুভেন্দু।
12:31 PM IST
নন্দীগ্রামে বিজেপির উপর হামলার অভিযোগ
নন্দীগ্রামে শুভেন্দুর শোভাযাত্রায় অংশ নিতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। ভূতের মোড়ে বিজেপির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা।
12:31 PM IST
জামবুনিতে সভা করবেন তৃণমূল নেত্রী
আজ বোলপুরে ৪ কিলোমিটার পদযাত্রার পর, জামবুনিতে সভা করবেন তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রী সভা থেকে কী বার্তা দেবেন মমতা।
12:02 PM IST
বোলপুরে মমতার ৪ কিমি পদযাত্রা
অমিতের পাল্টা, আজ বোলপুরে কিছুক্ষণের মধ্য়েই ৪ কিলোমিটার পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অমিত শাহ ৮০০ মিটার পদযাত্রা করেছিলেন। তারই পাল্টা ৪ কিমি পথ হাঁটবেন তৃণমূল নেত্রী।
11:49 AM IST
নন্দীগ্রামে অরাজনৈতিক পদযাত্রা শুভেন্দুর
বিধায়কহীন নন্দীগ্রামে পদযাত্রা শুরু করলেন শুভেন্দু অধিকারী। দল বদলের পর প্রথমবার সভা করলেন শুভেন্দু। নন্দীগ্রামে অরাজনৈতিক কর্মসূচি শুভেন্দুর।
11:43 AM IST
ফ্রেট করিডরের উদ্বোধন প্রধানমন্ত্রীর
৩৫১ কিলোমিটার ফ্রেট করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই করিডর ডানকুনি-লুধিয়ানার সংযোগ স্থাপন করবে। ফ্রেট করিডরের উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
11:14 AM IST
মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অনুপম
অমিত শাহের পদযাত্রায় যে পরিমান ভিড় হয়েছিল। যে সংখ্যক লোক হয়েছিল। সেই পরিমাণ লোক আজ তৃণমূল নেত্রীর পদযাত্রার হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিলেন অনুপম হাজরা।
11:10 AM IST
বোলপুরে আজ মমতার পদযাত্রা
বোলপুরে আজ মমতার পদযাত্রা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের পালটা রোড শো। বিজেপিকে চ্যালেঞ্জ করে নিজেদের শক্তি প্রদর্শন করবেন তৃণমূল নেত্রী। বোলপুরে রবীন্দ্রনাথ-অর্মত্য সেনকে নিয়ে বিতর্কের মধ্যেই রোড শো মমতার।
10:49 AM IST
অমত্য সেনের পাশে এবার মমতা
অমত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর সমীকরণকেই কি এবার হাতিয়ার করছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন যা হয়েছে নোবেল জয়ীর সঙ্গে তা অন্যায়। ময়দানে নয়া মোড়, মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে খুশি অমত্য সেন।
2:42 PM IST:
একুশই আমাদের ভয়, একুশই আমাদের ভরসা। একুশেই আমাদের আন্দোলন। জামবুনির সভায় বার্তা দিয়ে সভা শেষ করলেন মমতা।
2:41 PM IST:
2:40 PM IST:
বিজেপি টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে। আদিবাসীদের অপমান করছে। বিশ্বভারতীর ভিসি বিজেপির স্ট্যাম্প মারা। বিজেপিকে কটাক্ষ মমতার।
2:39 PM IST:
বাংলায় বর্গি আসছে, বর্গি হানা দেবে, দস্যু হানা দেবে, বাংলা-কে বাঁচান, বাংলাকে বাঁচানোর লড়াই করতে হবে, আমি মানুষের ক্ষতি করে রাজনীতি করি না, পছন্দ করি না, কোনওদিন করবো না- মমতা বন্দ্যোপাধ্যায়
2:37 PM IST:
কৃষি আন্দোলন নিয়ে বিজেপিকে তোপ দিলেন মুখ্যমন্ত্রী। কৃষক সেখানে খেতে পাচ্ছে না। বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
2:37 PM IST:
কৃষকদের আন্দোলনে প্রমাণ করছে কৃষকদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কৃষি বিলের নামে দেশকে বেঁচে দেওয়ার চেষ্টা- মমতা
2:35 PM IST:
মানুষকে মিথ্য়া কথা বোঝানো হচ্ছে। গ্রামে গ্রামে গিয়ে মিথ্যা কথা বলছে। বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। বোলপুরে সভায় বললেন মমতা।
2:35 PM IST:
রোজ বাংলায় ঘৃণ্য-বিদ্বেষমূলক রাজনীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে, ফেক ভিডিও তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে- মমতা
2:34 PM IST:
বিশ্বভারতীর উপাচার্য মার্কা মারা বিজেপি, দুনিয়াতে আর খুঁজে লোক পায়নি, বিজেপি-র এক হাতের পুতুল-কে উপাচার্য বানানো হয়েছে, আর এর সুযোগে বিশ্বভারতী থেকে বিদ্বেষমূলক মনোভাবকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমি রাজ্য সরকারের অধীনস্থ কোনও বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনও কর্মসূচি পালন করি না, শিক্ষাঙ্গণ কখনও রাজনীতির উৎসস্থল হতে পারে না।- মমতা
2:32 PM IST:
যাঁরা গান্ধীজীকে খুন করল, তারাই আজ নেতা। যাঁরা রবীন্দ্রনাথকে অপমান করল, তাঁরাই আজ নেতা। বিজেপি তীব্র আক্রমণ মমতার।
2:30 PM IST:
চক্রান্ত করে রাতের অন্ধকারে বাংলার ঘরে ঘরে ঢুকে পড়ছে অল্প বাংলা জানা কিছু লোক, ভাঙা ভাঙা বাংলায় ভোট দেওয়ার কথা বলছে, এই ষড়যন্ত্র-কে ভেঙে দিতে হবে- মমতা বন্দ্যোপাধ্যায়
2:28 PM IST:
বহিঃশক্তি এসে বাংলার ঘরে ঘরে হানা দিচ্ছে, ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে- মমতা বন্দ্যোপাধ্যায়
2:27 PM IST:
ফেক নিউজ ছড়িয়ে বাংলা-কে ভাঙার ষড়যন্ত্র চলছে, যে দিকে তাকাবেন সেদিকে এরা ফেক নিউজ ছড়িয়ে দিচ্ছে- মমতা বন্দ্যোপাধ্য়ায়
2:26 PM IST:
এতদিন পাত্তা ছিল না, দেখা মিলত না, এখন নির্বাচন ,বলে রাজ্যে আসছে- মমতা বন্দ্যোপাধ্য়ায়
2:23 PM IST:
বাংলায়ে এলেই হবে না, বাংলাকে জানতে হবে, বোলপুরের সংস্কৃতি জানতে হবে, বিশ্বভারতীর সঙ্গে মানুষের সম্পর্ককে জানতে হবে, বাংলাকে জানতে হবে, বাংলার সংস্কৃতি-কে জানতে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে, রামকৃষ্ণকে জানতে হবে, স্বামী বিবেকানন্দকে জানতে হবে, কালীঘাটকে জানতে হবে, বেলুড়-কে জানতে হবে- মমতা বন্দ্যোপাধ্যায়
2:22 PM IST:
বিশ্বভারতী, শান্তিনিকেতনকে অপমান করছে। জনসভা থেকে বললেন মমতা।
2:21 PM IST:
বিশ্বভারতীর মূল মন্ত্র হল মুক্তমনা, মানুষের বন্ধনে আবদ্ধ বিশ্বভারতী, কিন্তু যখন পাঁচিল তুলে সেইব বন্ধনকে আটকে দেওয়া হয় তাকে পছন্দ করি না, বিশ্বভারতীকে আমরা ভালোবাসী- বললেন মমতা।
2:20 PM IST:
বোলপুরে মাটির সঙ্গে যুক্ত থাকা মণিষীদের অসম্মান করা হচ্ছে, অমর্ত্য সেন-কে আক্রমণ করা হচ্ছে, অভিযোগ মমতার
2:18 PM IST:
সোনার বাংলা রচনা করে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরও কারোর প্রয়োজন নেই সোনার বাংলা গড়ার। জামবুনির সভা থেকে বার্তা মমতার।
2:16 PM IST:
রবীন্দ্রনাথকে নিয়ে অবমাননা করা হয়েছে, বাঙালি জাতি এই অপমান সহ্য করবে না, রবীন্দ্রনাথকে নিয়ে অপমানের প্রতিবাদ জানাতে বোলপুরে আসা, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
2:15 PM IST:
জামবুনি বাসস্ট্যান্ডে শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুরু, ৪ কিলোমিটার রোড শো-এর শেষে মঞ্চে উঠে বোলপুরবাসীদের প্রণাম জানালেন মমতা, বাউল শিল্পী থেকে শুরু করে বোলপুরের সংস্কৃতি এবং শিল্পী-দের শ্রদ্ধা জানালেন তৃণমূলনেত্রী।
2:08 PM IST:
জামবনিতে পদযাত্রা করে মূল মঞ্চে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। জামবুনিতে মূল মঞ্চে পৌঁছলেন তৃণমূল নেত্রী।
2:00 PM IST:
তৃণমূল নেত্রীর পদযাত্রায় দুটি ট্য়াবলো। ট্য়বলোয় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মমতার পদযাত্রায় বাংলার সংস্কৃতি। পদযাত্রায় রয়েছেন বাউলশিল্পীরা। রয়েছেন কীর্তন শিল্পীরা।
1:56 PM IST:
West Bengal: Chief Minister Mamata Banerjee arrives at Bolpur, Birbhum District https://t.co/GNFe2Q3In7 pic.twitter.com/oW3oHwIIDu
— ANI (@ANI) December 29, 2020
West Bengal: Chief Minister Mamata Banerjee arrives at Bolpur, Birbhum District https://t.co/GNFe2Q3In7 pic.twitter.com/oW3oHwIIDu
— ANI (@ANI) December 29, 20201:36 PM IST:
1:35 PM IST:
1:30 PM IST:
বোলপুরে মমতার সভায় ৩ লক্ষ মানুষের ঢল। বাইরে থেকে লোক আনা হয়নি। চারিদিকে মানুষের ঢল। বললেন অনুব্রত মণ্ডল।
1:29 PM IST:
বোলপুরে ৮০০ মিটার পদযাত্রা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শক্তিপ্রদর্শন করতে পথে নেমেছেন তৃণমূল নেত্রী। রাস্তার দুধারে মানুষের উচ্ছ্বাস, উন্মাদনা। আজ ৪ কিমি রাস্তা পদযাত্রা করবেন মমতা।
1:14 PM IST:
বোলপুরে পদযাত্রা শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পূর্ব নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে যান মমতা। দলীয় পতাকায় গোটা এলাকায় ছেয়ে দেওয়া হয়েছে। লজ মোড় থেকে ৪ কিলোমিচার পদযাত্রা করবেন মমতা।
12:38 PM IST:
৮ জানুয়ারি নন্দীগ্রামে তাঁর সভায় ১ লক্ষ মানুষের সমাগম হবে। নন্দীগ্রামের অরাজনৈতিক পদযাত্রা থেকে বললেন শুভেন্দু।
12:36 PM IST:
নন্দীগ্রামে শুভেন্দুর শোভাযাত্রায় অংশ নিতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। ভূতের মোড়ে বিজেপির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা।
12:33 PM IST:
আজ বোলপুরে ৪ কিলোমিটার পদযাত্রার পর, জামবুনিতে সভা করবেন তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রী সভা থেকে কী বার্তা দেবেন মমতা।
12:04 PM IST:
অমিতের পাল্টা, আজ বোলপুরে কিছুক্ষণের মধ্য়েই ৪ কিলোমিটার পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অমিত শাহ ৮০০ মিটার পদযাত্রা করেছিলেন। তারই পাল্টা ৪ কিমি পথ হাঁটবেন তৃণমূল নেত্রী।
11:50 AM IST:
বিধায়কহীন নন্দীগ্রামে পদযাত্রা শুরু করলেন শুভেন্দু অধিকারী। দল বদলের পর প্রথমবার সভা করলেন শুভেন্দু। নন্দীগ্রামে অরাজনৈতিক কর্মসূচি শুভেন্দুর।
11:45 AM IST:
৩৫১ কিলোমিটার ফ্রেট করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই করিডর ডানকুনি-লুধিয়ানার সংযোগ স্থাপন করবে। ফ্রেট করিডরের উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
11:14 AM IST:
অমিত শাহের পদযাত্রায় যে পরিমান ভিড় হয়েছিল। যে সংখ্যক লোক হয়েছিল। সেই পরিমাণ লোক আজ তৃণমূল নেত্রীর পদযাত্রার হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিলেন অনুপম হাজরা।
11:10 AM IST:
বোলপুরে আজ মমতার পদযাত্রা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের পালটা রোড শো। বিজেপিকে চ্যালেঞ্জ করে নিজেদের শক্তি প্রদর্শন করবেন তৃণমূল নেত্রী। বোলপুরে রবীন্দ্রনাথ-অর্মত্য সেনকে নিয়ে বিতর্কের মধ্যেই রোড শো মমতার।
10:51 AM IST:
অমত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর সমীকরণকেই কি এবার হাতিয়ার করছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন যা হয়েছে নোবেল জয়ীর সঙ্গে তা অন্যায়। ময়দানে নয়া মোড়, মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে খুশি অমত্য সেন।