একুশই আমাদের ভয়, একুশই আমাদের ভরসা। একুশেই আমাদের আন্দোলন। জামবুনির সভায় বার্তা দিয়ে সভা শেষ করলেন মমতা।
- Home
- West Bengal
- West Bengal News
- 'বর্গি হানা দেবে বাংলায়, দস্যু হানা দেবে', বাংলা-কে বাঁচানোর আর্জি মমতার
'বর্গি হানা দেবে বাংলায়, দস্যু হানা দেবে', বাংলা-কে বাঁচানোর আর্জি মমতার
সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে থেকেই একাধিক তরজা সামনে উঠে আসে। বিরোধ থেকে বাকযুদ্ধ, ভোট ময়দানে কড়া টক্কর দিতে প্রস্তুতি তুঙ্গে। একদিকে যেমন খবর উঠে আসে নন্দীগ্রাম সফর বাতিল করেছেন মমতা, ঠিক তেমনই ৮ জানুয়ারী সভা করার আগে মঙ্গলবার নন্দীগ্রামে হাজির হতে চলেছেন শুভেন্দু। নিলেন নতুন চ্যালেঞ্জ। নন্দীগ্রামে পা রেখে দেখাক- মন্তব্যের উত্তর আজই দেবেন শুভেন্দু।
- FB
- TW
- Linkdin
বিজেপি টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে। আদিবাসীদের অপমান করছে। বিশ্বভারতীর ভিসি বিজেপির স্ট্যাম্প মারা। বিজেপিকে কটাক্ষ মমতার।
বাংলায় বর্গি আসছে, বর্গি হানা দেবে, দস্যু হানা দেবে, বাংলা-কে বাঁচান, বাংলাকে বাঁচানোর লড়াই করতে হবে, আমি মানুষের ক্ষতি করে রাজনীতি করি না, পছন্দ করি না, কোনওদিন করবো না- মমতা বন্দ্যোপাধ্যায়
কৃষি আন্দোলন নিয়ে বিজেপিকে তোপ দিলেন মুখ্যমন্ত্রী। কৃষক সেখানে খেতে পাচ্ছে না। বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কৃষকদের আন্দোলনে প্রমাণ করছে কৃষকদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কৃষি বিলের নামে দেশকে বেঁচে দেওয়ার চেষ্টা- মমতা
মানুষকে মিথ্য়া কথা বোঝানো হচ্ছে। গ্রামে গ্রামে গিয়ে মিথ্যা কথা বলছে। বাংলার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। বোলপুরে সভায় বললেন মমতা।
রোজ বাংলায় ঘৃণ্য-বিদ্বেষমূলক রাজনীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে, ফেক ভিডিও তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে- মমতা
বিশ্বভারতীর উপাচার্য মার্কা মারা বিজেপি, দুনিয়াতে আর খুঁজে লোক পায়নি, বিজেপি-র এক হাতের পুতুল-কে উপাচার্য বানানো হয়েছে, আর এর সুযোগে বিশ্বভারতী থেকে বিদ্বেষমূলক মনোভাবকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমি রাজ্য সরকারের অধীনস্থ কোনও বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনও কর্মসূচি পালন করি না, শিক্ষাঙ্গণ কখনও রাজনীতির উৎসস্থল হতে পারে না।- মমতা
যাঁরা গান্ধীজীকে খুন করল, তারাই আজ নেতা। যাঁরা রবীন্দ্রনাথকে অপমান করল, তাঁরাই আজ নেতা। বিজেপি তীব্র আক্রমণ মমতার।
চক্রান্ত করে রাতের অন্ধকারে বাংলার ঘরে ঘরে ঢুকে পড়ছে অল্প বাংলা জানা কিছু লোক, ভাঙা ভাঙা বাংলায় ভোট দেওয়ার কথা বলছে, এই ষড়যন্ত্র-কে ভেঙে দিতে হবে- মমতা বন্দ্যোপাধ্যায়
বহিঃশক্তি এসে বাংলার ঘরে ঘরে হানা দিচ্ছে, ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে- মমতা বন্দ্যোপাধ্যায়
ফেক নিউজ ছড়িয়ে বাংলা-কে ভাঙার ষড়যন্ত্র চলছে, যে দিকে তাকাবেন সেদিকে এরা ফেক নিউজ ছড়িয়ে দিচ্ছে- মমতা বন্দ্যোপাধ্য়ায়
এতদিন পাত্তা ছিল না, দেখা মিলত না, এখন নির্বাচন ,বলে রাজ্যে আসছে- মমতা বন্দ্যোপাধ্য়ায়
বাংলায়ে এলেই হবে না, বাংলাকে জানতে হবে, বোলপুরের সংস্কৃতি জানতে হবে, বিশ্বভারতীর সঙ্গে মানুষের সম্পর্ককে জানতে হবে, বাংলাকে জানতে হবে, বাংলার সংস্কৃতি-কে জানতে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে, রামকৃষ্ণকে জানতে হবে, স্বামী বিবেকানন্দকে জানতে হবে, কালীঘাটকে জানতে হবে, বেলুড়-কে জানতে হবে- মমতা বন্দ্যোপাধ্যায়
বিশ্বভারতী, শান্তিনিকেতনকে অপমান করছে। জনসভা থেকে বললেন মমতা।
বিশ্বভারতীর মূল মন্ত্র হল মুক্তমনা, মানুষের বন্ধনে আবদ্ধ বিশ্বভারতী, কিন্তু যখন পাঁচিল তুলে সেইব বন্ধনকে আটকে দেওয়া হয় তাকে পছন্দ করি না, বিশ্বভারতীকে আমরা ভালোবাসী- বললেন মমতা।
বোলপুরে মাটির সঙ্গে যুক্ত থাকা মণিষীদের অসম্মান করা হচ্ছে, অমর্ত্য সেন-কে আক্রমণ করা হচ্ছে, অভিযোগ মমতার
সোনার বাংলা রচনা করে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরও কারোর প্রয়োজন নেই সোনার বাংলা গড়ার। জামবুনির সভা থেকে বার্তা মমতার।
রবীন্দ্রনাথকে নিয়ে অবমাননা করা হয়েছে, বাঙালি জাতি এই অপমান সহ্য করবে না, রবীন্দ্রনাথকে নিয়ে অপমানের প্রতিবাদ জানাতে বোলপুরে আসা, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়