আমফানের অর্থ নয়ছয় করেছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ দিলীপ ঘোষের।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- সিঙ্গুরকাণ্ডে মমতাকে সঙ্গ দেওয়াটা ভুল, টাটাকে তাড়ানো ভুল, নন্দীগ্রামে বললেন মুকুল
Election Live Update- সিঙ্গুরকাণ্ডে মমতাকে সঙ্গ দেওয়াটা ভুল, টাটাকে তাড়ানো ভুল, নন্দীগ্রামে বললেন মুকুল
জোটের বৈঠকে আশা ভঙ্গ।বামেদের সঙ্গে আলোচনা থেমে গেল মাঝপথেই, এখনও অপ্রস্তুত কংগ্রেস। দলে কথা হয়নি বলে আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে কংগ্রেস।
আগেই ৪ সদস্য়ের কমিটি গঠন করে দেয় কংগ্রেস হাইকম্যান্ড। এদিকে ৪ সদস্যের মধ্যে ২ জন অনুপস্থিত। উপস্থিত ছিলেন না অধীর চৌধুরী এবং বিধায়ক নেপাল মাহাত।
- FB
- TW
- Linkdin
রাজ্যে বিজেপি নেতারা থপ করে এসে পড়ছেন, একজন যাচ্ছেন আর এক জন আসছে, মোদীও আসছে থপ করে পড়ার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রেখে কবিগুরু হওয়ার চেষ্টা, ওকে দেখে বলতে ইচ্ছে করছে ঠগেন্দ্রনাথ ঠাকুর, বললেন সৌগত রায়।
আমরা নতুন ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছি, এই ভ্যাকসিন দিয়ে তৃণমূল কংগ্রেসের মতো ভয়ঙ্কর ভাইরাস-কে শেষ করে দেব, বিদায়ের সময় উপস্থিত, নন্দীগ্রামে বললেন দিলীপ ঘোষ।
শুভেন্দু অধিকারী ও মুকুল রায়-কে চাণক্য হিসাবে চিহ্নিত করলেন কৈলাস বিজয়বর্গীয়,
নন্দীগ্রামের সভার থেকে শুভেন্দু-মুকুলকে 'চাণক্য' বলে সম্বোধন করে কৈলাস।
রাজ্যে ফের পরিবর্তনের ডাক, আরও এক পরিবর্তনের ডাক উঠেছে, এই পরিবর্তনকে সফল করতে হবে, রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন থেকে রক্ষা করতে হবে, বললেন মুকুল রায়।
টাটারা আবার ফিরে আসুক সিঙ্গুরে, পড়ে থাকা জমি তৈরি হোক শিল্প, আহ্বান মুকুল রায়ের।
নন্দীগ্রামে এসে পৌঁছলেন কৈলাশ বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ। তাঁদেরকে স্বাগতম জানাচ্ছে রাজ্য বিজেপি।
সিঙ্গুরে ন্যানো কারখানা বিরোধী আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গ দিয়ে রাজ্য যুব সমাজের কাছে কর্মসংস্থানের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে, এর জন্য ক্ষমা প্রার্থনা করছি, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সঙ্গ দেওয়াটা ভুল হয়েছিল, সিঙ্গুরকাণ্ডের ১২ বছর পর স্বীকারোক্তি মুকুল রায়ের।
'আমি দেখে যেতে চাই বাংলায় শেষ পরিবর্তন' বললেন মুকুল রায়।
সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানোটা ভুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সঙ্গ দিয়ে রাজ্যের যুব সমাজকে কর্মসংস্থান থেকে বঞ্চিত করার দায় স্বীকার মুকুলের, সেইসঙ্গে দায় স্বীকার করে নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন মুকুল।
নন্দীগ্রামের সভায় শুভেন্দু বরণ করে নেওয়া হল।
আজ তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
আজ নন্দীগ্রামে সভা শুভেন্দু অধিকারীর সভা। থাকবেন দীলিপ ঘোষ, কৈালাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা। সভায় শাসক দলে বড়সড় ভাঙনের সম্ভাবনাও রয়েছে। সভার আগে একান্তে আলাপচারিতা সেড়ে নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও মুকুল রায়।
আজ নন্দীগ্রামে শুভেন্দু সভায় রয়েছে বিজেপিতে যোগ দান মেলা।
শুক্রবার নন্দীগ্রামে শুভেন্দু-দিলীপের যৌথ সভা। কিছুক্ষণের মধ্য়েই পৌছে যাবেন কৈলাশ বিজয়বর্গীয়।
শুক্রবার শুভেন্দু-দিলীপের BJP মঞ্চে উপস্থিত নন্দীগ্রামের শহিদের পরিবার