বিজেপি নেত্রী হয়েও, রাকেশ সিং প্রসঙ্গে বিজেপির উল্টোপথে হাঁটলেন রূপা গঙ্গোপাধ্যায়। রাকেশ সিং-কে গ্রেফতার করে ভালো করেছে সরকার বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে অন্যায় করলে, যে রাজনৈতিক দলেরই হোক না কেন, শাস্তি পাওয়া উচিত বলে জানান তিনি।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- আমহার্স্ট স্ট্রিটে বিজেপি-র পরিবর্তন যাত্রায় হামলা, দেখানো হল কালো পতকা ও ঝাঁটা
Election Live Update- আমহার্স্ট স্ট্রিটে বিজেপি-র পরিবর্তন যাত্রায় হামলা, দেখানো হল কালো পতকা ও ঝাঁটা
বারুইপুরের একটি হোটেলে আড্ডা দিলেন শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয় এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। সম্প্রতি কিছুদিন আগেই কুণাল বলেছিলেন, 'তৃণমূলে অত্যাচারিত-অপমানিত কেউ যদি থাকে , সেটা আমি' এবং মমতা কী কী ভূল করেছেন তাও বলেছিলেন। আর এরপরেই বাবুল-শুভেন্দুর সঙ্গে সাক্ষাত বিশেষ অর্থবহ করছে। এদিকে একেবারে এগিয়ে এসেছে ২০২১ এর ভোট। তার আগেই এমন সাক্ষাত জল্পনা বাড়াল রাজ্য-রাজনীতিতে।
- FB
- TW
- Linkdin
কোকেনকামডে বিজেপি নেতা রাকেশ সিং-কে ১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজত, রাকেশের ২ ছেলের জামিন মঞ্জুর আদালতের।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট
সেন্টপলস কলেজে ঢুকে হামলা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলেরর অভিযোগ
আজই বিজেপি-তে যোগ দিচ্ছেন ক্রিকেটার অশোক দিন্দা। শুভেন্দু অধিকারীর হাত থেকে দলের পতাকা গ্রহণ করবেন।
পরিবর্তন যাত্রাকে কেন্দ্র উত্তপ্ত বিজপুর পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি বিজেপি কর্মীদের
নির্বাচনের আগেই রাজ্যের সকল নাগরিককে কোভিড টিকা দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ভ্যাকসিন নির্মাতাদের থেকে সরাসরি টিকা কিনতে চেয়ে কেন্দ্রীয় সরকারের অনুমতি চেয়ে চিঠি দিল রাজ্য সরকার।
বনগাঁ যাওয়ার পথে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে BJP পরিবর্তন যাত্রায় ধুন্ধুমার, অনুমতি না থাকায় রথ আটকালো পুলিশ। এই পরিবর্তন যাত্রায় ছিলেন শুভ্রাংশু রায়।
বিজেপির পরিবর্তন রথযাত্রা ঘিরে ধুন্ধুমার কাঁচরাপাড়ায়। শহরে প্রবেশের মুখে ব্যরিকেড গড়ে রথ আটকে দেয় পুলিশ। ব্যরিকেড ভেঙে এগোতে গেলে দুই পক্ষে ,সংঘর্ষ বাধে। পুলিশের অভিযোগ, আগে থেকে অনুমতি নেয়নি বিজেপি, বিজেপির অবশ্য দাবি, প্রয়োজনীয় অনুমতি নেওয়া ছিল।
কালিয়াগঞ্জে সভায় বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ
দেড়কোটি মানুষকে চাকরি দেওয়ার সভা থেকে প্রতিশ্রুতি মমতার
এই রাজ্যে শিল্পে গতি এসেছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন একাধিক প্রকল্প শুরু হয়েছে তাঁর আমলে। গ্লোবাল সাবমিট থেকে প্রচুর টাকা বিনিয়োগের ব্যবস্থা হয়েছে। ডানকুনি থেকে একেবারে বর্ধমান বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত একটি শিল্পের ব্যবস্থা হয়েছে। আগামী ৫ বছরে দেড়কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা।
বিজেপিতে মেয়েরা সুরক্ষিত নয়। অনেকে বলতে পারছে না। এই দলে মেয়েদের না পাঠাতে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যা। তাঁর দল মেয়েদের সম্মান দেয় বলেও দাবি করেন। রাজ্যের মহিলাদের জন্য একাধিক প্রকল্প যেমন কন্যাশ্রী, শিক্ষাশ্রীর কথাও উল্লেখ করেন তিনি।
'দেশ বিক্রি করে দেয় ওরা'- বিজেপিকে 'তোলাবাজ'র পাল্টা 'দাঙ্গাবাজ' বলে তোপ মমতার
কাটমানির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তোপ ব়্যাটমানি। বিজেপির সরাসরি নিশানা হুগলির জনসভা থেকে।
'খেলা হবে-বার পোস্টের উপর দিয়ে বল যাবে'- বুধবারের সভায় বললেন মমতা
নতুন ভোটার -ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মমতার
সাহাগঞ্জের সভায় ভর্তি বাংলার সেলেব। তৃণমূলে যোগ দিয়ে সবাই বলে উঠলেন, 'খেলা হবে'