- বিমানবন্দরে পৌঁছলেন নরেন্দ্রমোদী
- ব্রিগেডের সভায় কিছুক্ষণের মধ্যেই মোদী
- হেলিকপ্টারে নামছেন প্রাঙ্গণে
- মঞ্চে নেতা-অভিনেতার ভিড়
কলকাতা বিমানবন্দরে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই মঞ্চে মিঠুন চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে। তাঁকে স্বাগত জানালেন কৈলাশ বিজয়বর্গী ও দিলীপ ঘোষ। ঠিক দুপুর ২ টো ৭ মিনিটে ব্রিগেডে পৌঁছলেন প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে আকাশ পথে হেলিকপ্টারে ব্রিগেডে পৌঁছে গেলেন নরেন্দ্রমোদী।
প্রধানমন্ত্রীকে স্লোগান দিয়ে স্বাগত জানালেন মঞ্চে উপস্থিত নেতারা। প্রধানমন্ত্রীকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। কলকাতা বিমান বন্দরে নেমেই সোশ্যাল মিডিয়ায় টুইট করলেন মোদী। লিখলেন- কলকাতায় পৌঁছলাম, বিপুল জনসভায় যোগদান করতে যাচ্ছি, পার্টির কার্যকর্তা ও বাংলার মানুষেরদের সঙ্গে সাক্ষাত করার পথে।
Landed in Kolkata. On my way to the massive party rally. Looking forward to being among Party Karyakartas and the wonderful people of West Bengal.
— Narendra Modi (@narendramodi) March 7, 2021
মাঠে বিপুল জনসুমদ্র, উপচে পড়া ভিড়, প্রধানমন্ত্রীর ভাষণ শোনার আগে বেসামাল জনতা, হাওয়া থেকে হুগলী ব্রিজ, বহু গাড়ি আটকে যানজটে। বেলা ২ টো নাগাও গাড়িতে গাড়িতে বিজেপি ভক্তরা জনসমুদ্রে যোগ দেওয়ার পথে। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন নরেন্দ্রমোদী। সকলেই অধির আগ্রহে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার অপেক্ষায় উপচে পড়ছে ভিড়।
Last Updated Mar 7, 2021, 2:19 PM IST