- পুরুলিয়ায় জনসভায় রামায়নের গল্প
- গল্প বললেন নরেন্দ্র মোদী
- জল সংকট মেটানোর আশ্বাস
- সীতাকুণ্ড রয়েছে অযোধ্যা পাহাড়ে
পুরুলিয়ার জল সংকটের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামায়নের গল্প বলে রীতিমত কটাক্ষ করেন রাজ্যের তৃণমূল সরকারকে। তিনি বলেন এখানে রয়েছে সীতাকুণ্ড। কিন্তু তাও এই জেলায় জলের তীব্র সংকট রয়েছে। তিনি বলেন এই এলাকায় ভগবান রাম ও দেবী সীতার নির্বাসনের সাক্ষী। পুরুলিয়ার মাটিতেই রয়েছে সীতাকুণ্ড। এমনও বলা হয়, এখানে দেবী সীতার প্রবল পিপাসা পয়েছিল। সেই সময় ভগবান রাম তীর দিয়ে মাটি থেকে জল তুলেছিলেন। কিন্তু এমনই বিড়ম্বনা যে এখানে আজও প্রবল জলের সংকটের মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।
This land is a witness to Lord Ram and Goddess Sita's exile. This land has Sitakund. It is also said that when goddess Sita was thirsty, Lord Ram got water from the ground by hitting it with an arrow...It is an irony that Purulia faces water crisis today: PM Narendra Modi pic.twitter.com/AW82k661JZ
— ANI (@ANI) March 18, 2021
পুরুলিয়া শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অযোধ্যা পাহাড়ের হিলটপ অঞ্চলের কাছেই বাগান্ডি গ্রাম। সেখান থেকে হাঁটা পথে গেলেই পাওয়া যায় একটা ঠান্ডা জলের প্রস্রবন। দেখতে পাওয়া যায় মাটির নিচ থেকে বেরিয়ে আসছে ঠান্ডা পরিষ্কার জল। সেখানে রয়েছে মাছের আনাগোনাও। সেটি সীতাকুণ্ডু নামে পরিচিত। কথায় আছে রামচন্দ্র বসবাসের সময় কয়েক দিন এই এলাকায় ছিলেন। সেই সময় তৃষ্ণার্থ হয়ে পড়লে তাঁকে মাটি ভেদ করে জল বার করে এনে জল পান করান রামচন্দ্র। সেই জলধারা এখনও বয়ে চলেছে বলেই বিশ্বাস স্থানীয়দের। স্থানীয় আদিবাদীদের কাছে সীতাকুণ্ডের গুরুত্ব এখনও অপরিসীম। প্রবল গ্রীষ্মে রুক্ষ পুরুলিয়ায় যখন জলের তীব্র হারাকার পড়ে যায় তখনও এই কুণ্ডের জল শুকিয়ে যায় না। তবে জলাধারের একটি দিক ঠিক থাকলেও অন্যদিকটি এখনও বিপর্যস্ত। সেখান দিয়ে আর জল বার হয় না।
পুরুলিয়ার জনসভা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সেই সীতাকুণ্ডের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তুলে ধরেন পুরুলিয়ার ধর্মীয় মাহাত্যও। রামায়নের গল্প বলেই জল সংকট মেটানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়ে বলেন ডবলইঞ্জিন সরকার এলে পুরুলিয়ার জলের সমস্যা দূর হবে। তাঁর কথায় এখনও পুরুলিয়াকে পিছিয়ে পড়া এলাকা হিসেবেই দেখা হয়। যে পরিমাণে সেচের কাজ হওয়ার কথা ছিল তা হয়নি। আর তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্বতন বাম সরকার ও বর্তমান তৃণমূল সরকারকে দায়ি করেছেন।
Last Updated Mar 18, 2021, 1:21 PM IST
Abhishek Banerjee
Adhir Chowdhury
Amit Shah
AsianetNews Bangla
Assembly election Updates
BJP
CPIM
Congress
Dilip Ghosh
Election Commission
Election News Live Update
Elections Update on Asianet News Bangla
Mamata Banerjee
Mukul Roy
Narendra Modi
Purulia
Sitakund
Suvendu Adhikari
TMC
West Bengal Assembly Elections 2021
West Bengal Assembly Elections Live Update
West Bengal BJP
West Bengal Election With
অধীর চৌধুরী
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অমিত শাহ
কংগ্রেস
তৃণমূল কংগ্রেস
দিলীপ ঘোষ
নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গ বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লাইভ আপডেট
পুরুলিয়া
বামফ্রন্ট
বিধানসভা নির্বাচনের খবর
বিধানসভা নির্বাচনের খবর এশিয়ানেট নিউজ বাংলায়
বিধানসভা নির্বাচনের লাইভ আপডেট
মমতা বন্দ্যোপাধ্যায়
মুকুল রায়
শুভেন্দু অধিকারী
সিপিএম নির্বাচন কমিশন
সীতাকুণ্ড