সংক্ষিপ্ত
মানিক দত্তকে তৃণমূল কংগ্রেস ১৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করলেও তিনি দলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ১১ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা সভাপতির নিজের এলাকা ইসলামপুরেই দলে দ্বন্দ্ব প্রকট আকার নেওয়ায় তিনি বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছেন।
ইসলামপুর (Islampur Municipality) বিদায়ী পৌর প্রশাসক মাণিক দত্ত সহ তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত দশজনকে বহিষ্কার করল দল (10 TMC leaders expelled)। আসন্ন পৌরসভা নির্বাচনে (Municipal Election 2022) তাদের অধিকাংশই নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিংবা নির্দল প্রার্থীর (independent candidates) হয়ে প্রচারে অংশ নিয়েছেন। দলবিরোধী কাজের অভিযোগে তাদের বহিষ্কার করছেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
এক সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি দলের এই সিদ্ধান্তের কথা জানান। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্দল প্রার্থীরা জয়ী হলেও তাদেরকে দলে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। দলের সিদ্ধান্তকে আমল দিচ্ছেন না বিদায়ী পৌর প্রশাসক মানিক দত্ত। তিনি ইসলামপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর স্ত্রী ইসলামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মানিক দত্তকে তৃণমূল কংগ্রেস ১৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করলেও তিনি দলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ১১ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা সভাপতির নিজের এলাকা ইসলামপুরেই দলে দ্বন্দ্ব প্রকট আকার নেওয়ায় তিনি বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছেন।
এদিকে,ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হল ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী মুজাফ্ফর হুসেনের। ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাহুল সাউ তিনি আজ ইসলামপুর মহকুমা শাসক দফতরের এসে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূলের। ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ বিজেপির।
আরও পড়ুন- জামুড়িয়ায় সিপিএম প্রার্থীকে 'ভয়' দেখাতে গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এবং ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হুসেনের বাড়ি থেকেই প্রার্থী হাজী মুজাফ্ফর হুসেনকে নিয়ে বিজয় মিছিল বের করে দলের কর্মী-সমর্থকরা। এবং জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাসভবনে পৌঁছানোর পর তা উৎসবে পরিণত হয়। হাজী মুজাফ্ফর হুসেনকে মিলিয়ে শুভেচ্ছা জানান জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
অন্যদিকে এবিষয়ে বিজেপির প্রার্থী রাহুল সাউ ক্যামেরার সামনে মুখ খোলেননি। তবে ভয় দেখিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করানো হয়েছে অভিযোগ বিজেপির। বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেনের অভিযোগ, বিজেপি প্রার্থীকে ব্যবসা করতে বাধা দেওয়া হত। তাই তিনি ভয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।