টাকি বয়েজ স্কুলের শঙ্খদীপ দাস পেয়েছেন ৪৯৬
- Home
- West Bengal
- West Bengal News
- উচ্চমাধ্যমিক রেজাল্ট LIVE, পর্ষদের সার্ভারে যান্ত্রিক ত্রুটি, স্থগিত ওয়েবসাইটে ফল প্রকাশ
উচ্চমাধ্যমিক রেজাল্ট LIVE, পর্ষদের সার্ভারে যান্ত্রিক ত্রুটি, স্থগিত ওয়েবসাইটে ফল প্রকাশ
প্রকাশ করা হল ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাতি মহুয়া দাস। গত মঙ্গলবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এদিন ফল প্রকাশ করা হবে। কোভিড মহামারির জন্য বেশ কয়েকবার এইবছর সূচি বদল করতে হয়েছে এই পরীক্ষার। শেষ পর্যন্ত তিনটি করে পরীক্ষা বাতিলই করতে হয়েছে। তাই মাধ্যমিকের ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশ করা হলেও এই বছর উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে না।
- FB
- TW
- Linkdin
কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র কৃষ্টিধর পণ্ডিত পেয়েছেন ৪৯৬
৪৯৮ লম্বর পেয়েছেন রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র জয় মণ্ডল
৪৯৯ অর্থাৎ রেকর্ড সর্বোচ্চ নম্বর পেয়েছেন রাজ্যের একাধীক ছাত্রছাত্রী। তারমধ্যে রয়েছেন কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রী স্রোতশ্রী রায়।
ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকে ফল প্রকাশের ক্ষেত্রে দেখা দিল যান্ত্রিক ত্রুটি। জানানো হয়েথে সার্ভারে একটি সমস্যা হয়েছে। এরজন্য আপাতত উচ্চমাধ্যমিকক শিক্ষা সংসদের পক্ষ থেকে ফলপ্রকাশ আপাতত স্থগিত রাখা হয়েছে। তাই সার্ভার পরিবর্তনের কাজ চলছে। কিছুক্ষণ পরে নতুন করে আবার ফল অপলোড করা হবে ওয়েবসাইটে। আপাতত ফল দেখা না গেলেও একু পরেই আবার ফল দেখা যাবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। l তিনি বলেন, 'উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে। শিক্ষার্থীরা তাদের সুন্দর জীবনে আরও একটি পদক্ষেপ নিচ্ছে। তাদের অধ্যক্ষ, শিক্ষক এবং পিতামাতাদের সঙ্গে তাদের সবাইকে অভিনন্দন। ভবিষ্যত তোমাদের জন্য অপেক্ষা করছে।'
মার্কশিট দেওয়া হবে ৩১ জুলাই। রাজ্যে মোট ৫২টি ক্যামম্প থেকে বিলি হবে মার্কশিট। ৩১ অগাস্ট স্ক্রুটিনি, আর ১০ অগাস্ট থেকে অনলাইনে কলেদে ভর্তি শুরু হবে।
এই বছর
বিজ্ঢান শাখায় পাস করেছেন ৯৮.৮৩ শতাংশ
কলা শাখায় পাস করেছেন ৮৮.৭৪ শতাংশ
বাণিজ্য শাখায় পাস করেছেন ৯২.২২ শতাংশ
এই বথর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৭,৬১,৫৮৩ জন
উত্তীর্ণ ৬,৮০,০৫৭ জন
উচ্চমাধ্যমিকে ফের একবার দাপট দেখা গেল কলকাতার। তারপর আছে পূর্ব মেদিনীপুর। এছাড়া উল্লেখযোগ্য ফল পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়ারও।
উচ্চমাধ্যমিকে এবার মেধাতালিকা প্রকাশ না করা হলেও, মহুয়া দাস জানালেন এই বছর সর্বোচ্চ নম্বর উঠেছে ৫০০-এর মধ্যে ৪৯৯।
এবার ছাত্র ও ছাত্রীদের পাসের হার প্রায় সমান। ছাক্রদের পাসের হার ৯০.৪৪, ছাত্রীদের ৯০ শতাংশের বেশি
উচ্চমাধ্যমিকে পাসের হারে রেকর্ড। পাসের হার ৯০.১৩ শতাংশ
৩১ অগাস্টের মধ্যে করাতে হবে স্ক্রুটিনি। খরচ কমিয়ে স্ক্রুটিনির জন্য নেওয়া হবে ৫০ টাকা, রিভিউ-এর জন্য লাগবে ৭৫ টাকা।
বিকাল ৪টে থেকেই অনলাইনে দেখা যাবে রেসাল্ট।
শুরু হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক সম্মেলন। আর কিছুক্ষণের মধ্যেই সামনে আসতে চলেছে উচ্চমাধ্মিক ২০২০ পরীক্ষার ফল।