সংক্ষিপ্ত

  • প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল
  • ফল প্রকাশ হলেও প্রকাশিত হল না পরের বছরের পরীক্ষার নির্ঘণ্ট
  • কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে সূচি

প্রতি বছরই মাধ্যমিকের পরীক্ষার  ফলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকেন আগামী বছরের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। কারণ রীতি অনুযায়ী, পরীক্ষার ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই আগামী বছরের পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে দেয় মধ্যশিক্ষা দফতর।

এ বছর অবশ্য প্রথা ভেঙে আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ জানাতে পারল না মধ্যশিক্ষা পর্ষদ। সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এখনও আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ঠিক করে উঠতে পারেননি তাঁরা। ফলে, আগামী কয়েকদিনের মধ্যে ২০২০ সালের নির্ঘণ্ট জানিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু কেন পরীক্ষার দিনক্ষণ জানানো গেল না, তা স্পষ্ট করে বলতে পারেননি পর্ষদ সভাপতি। 

তবে শুধু আগামী বছরের পরীক্ষার সূচি নয়, এবারের মাধ্যমিকে কেন বহু চেষ্টা করেও টুকলি আটকানো গেল না, সেই প্রশ্নেরও কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি পর্ষদ সভাপতি। তিনি জানান, যে সমস্ত ছাত্রছাত্রী টুকলি করতে গিয়ে ধরা পড়েছে, তাঁরা আগামী বছর ফের পরীক্ষায় বসতে পারবে।