সংক্ষিপ্ত
ব্যান্ডেল কাটোয়া ডাবল লাইন শাখায় পাটুলি এবং কাটোয়া স্টেশনের মধ্যে ১৩ ঘণ্টা ৪০ মিনিটের পাওয়ার ব্লক চলবে। সেইসঙ্গে সালার এবং টেনিয়া স্টেশনের মধ্যে চলবে পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক। তার জেরেই বেশ কয়েকটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাওড়া ডিভিশনের (Howrah Divission) দাঁইহাট ও কাটোয়া স্টেশনের মধ্যে কাজ হবে। সাবওয়ে (Subway) তৈরি করা হবে সেখানে। তার জন্যই রবিবার বাতিল (Train Cancel) করা হয়েছে হাওড়া,কাটোয়া, ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদহের একাধিক ট্রেন। আসলে ব্যান্ডেল কাটোয়া ডাবল লাইন শাখায় পাটুলি এবং কাটোয়া স্টেশনের মধ্যে ১৩ ঘণ্টা ৪০ মিনিটের পাওয়ার ব্লক চলবে। সেইসঙ্গে সালার এবং টেনিয়া স্টেশনের মধ্যে চলবে পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক। তার জেরেই বেশ কয়েকটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রবিবার যদি কোথাও যাওয়ার কোনও প্রয়োজন থাকে তাহলে অবশ্যই বের হওয়ার আগে ট্রেনের তালিকা দেখে নেবেন।
বাতিল ট্রেনের তালিকা
- হাওড়া থেকে বাতিল থাকবে - ১৩৪৬৫ আপ এবং ৩৭৯১৯।
- ব্যান্ডেল থেকে বাতিল থাকবে - ৩৭৭৪৭৪ এবং ৩৭৭৫১।
- কাটোয়া থেকে বাতিল থাকবে -৩৭৯১৪, ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৭৪৪, ৩৭৯২২, ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩৭৯২৪, ৩৭৯২৬, ৩৭৭৫০, ৩৭৭৫২, ৩৭৯২৮ এবং ৩৭৭৫৪। সেইসঙ্গে কাটোয়া থেকে বাতিল থাকবে ০৫৪৩৫ আপ, ০৩০৪১ আপ, ০৩০৬৭ আপ, ০৩০৩৫ আপ, ০৩০৫৯ আপ, ০৩০৬১ আপ, ০৩০১৫ আপ, ০৩০১৭ আপ ও ০৩০৮৩ আপ ট্রেন।
- মালদহ থেকে বাতিল থাকবে- ১৩৪৬৬ ডাউন।
- আজিমগঞ্জ থেকে বাতিল থাকবে - ০৩০৪২ ডাউন, ০৩০৬৮ ডাউন, ০৩০৬০ ডাউন, ০৩০৩০৬ ডাউন, ০৩০৬২ ডাউন, ০৩০৯৬ ডাউন, ০৩০৮৪ ডাউন এবং ০৩০৯৮ ডাউন।
- আহমেদপুর থেকে বাতিল থাকবে - ০৩০৬৬ ডাউন।
আরও পড়ুন- গভীর রাতে পুলিশের পোশাক পরে বাড়িতে হানা, ছাদ থেকে ফেলে খুন ছাত্রনেতাকে
এছাড়া যাত্রী সংখ্যা কম থাকায় পাঁচ জোড়া ট্রেন বাতিল করে দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত সেই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছে...
- ১৫৭১৯/১৫৭২০ কাটিহার-শিলিগুড়ি জংশন-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস।
- ১৫৭১০/১৫৭০৯ নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস।
- ০৫৭৫০/০৫৭৫১ নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল।
- ০৫৭০১/৫০৭০২ কাটিহার-মালদহ টাউন-কাটিহার প্যাসেঞ্জার স্পেশাল।
- ০৫৭১৮/০৫৭১৭ কাটিহার-মালদহ কোর্ট-কাটিহার প্যাসেঞ্জার স্পেশাল।
এদিকে ট্রেন বাতিল করার জন্য বেজায় সমস্যায় পড়তে হবে যাত্রীদের। তাই আগে থেকেই ভারতীয় রেলের তরফে যাত্রীদের কাছে এই সমস্যার জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন, গরু পাচার মামলায় এনামূল হককে গ্রেফতার করল ইডি, দিল্লির জেলা আদালতে আজই করা হবে পেশ
ভারতীয় রেলের তরফে প্রতিদিন একাধিক ট্রেন বাতিল করা হয় ৷ তাই যাত্রা শুরুর আগে রেলের হেল্পলাইন নম্বর ১৩৯ বা অফিশিয়াল ওয়েবসাইটে enquiry.indianrail.gov.in বাতিল ট্রেনের পুরো লিস্ট দেখতে পারবেন ৷ এছাড়া NTES মোবাইল অ্যাপের মাধ্যমেও বাতিল ট্রেনের লিস্ট দেখতে পারবেন। কোন ট্রেন বাতিল রয়েছে তা জানার জন্য প্রথমে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে যেতে হবে। এরপর স্ক্রিনের ডান দিকের টপ প্যানেলে Exceptional Trains লেখা রয়েছে, সেখানে ক্লিক করতেই আপনার কাছে একাধিক অপশন চলে আসবে। সেখানেই একটি অপশন থাকবে। তা হল বাতিল হওয়া ট্রেনের লিস্ট। তাতে ক্লিক করলেই রোজই বাতিল হওয়া ট্রেনের খবর পেয়ে যাবেন।
আরও পড়ুন- স্বস্তি দিচ্ছে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ, আক্রান্তের সংখ্যা নামল ৩০০-র নিচে