সংক্ষিপ্ত

  •  বন্যা কবলিত ঘাটাল পরিদর্শন সাংসদ দেবের
  • জেলাশাসক-পুলিশ সুপারকে নিয়ে নৌকা করে ঘুরলেন
  • ঘাটালের মনসুকায় বন্যা পরিদর্শন দেবের
  • জল পেরিয়ে মানুষের কাছে অভিনেতা

বন্যা কবলিত ঘাটালে জেলাশাসক ও পুলিশ সুপারকে নিয়ে নৌকায় করে ঘুরলেন সাংসদ দেব। ঘাটালের মনসুকায় বন্যা পরিদর্শন করলেন সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও ঘাটাল মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। 

এদিন প্রথমে ঘাটাল ব্লকের মনসুকা চাতালে পৌঁছান। ওই চাতাল বন্যার জলে পুরোপুরি ডুবে যাওয়ায়, প্রশাসনের তরফে রাখা নৌকায় চেপে চাতাল পার হন দেব। এরপর পায়ে হেঁটে মনসুকা গ্রাম পঞ্চায়েত দপ্তরে যান।

সেখানে প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে বেশকিছু বন্যা দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর গ্রাম পঞ্চায়েত কার্য্যালয় থেকে বেরিয়ে ফের পারে হেঁটে মনসুকা বাজার এলাকায় ঘুরে মানুষের সাথে দেখা করেন। 

সেখান থেকে নৌকায় করে মনসুকার ঝুমি নদী পার হয়ে মনসুকার অপরপ্রান্তে গ্রামের বাসিন্দাদের সাথে দেখা করে কথা বলেন সাংসদ দেব। পরে সেখান থেকে ফিরে যান ঘাটালে। প্রসঙ্গত, টানা বৃষ্টিতে ঘাটালের মনসুকার এই চাতাল পুরোপুরি জলে ডুবে যায়। ফলে বন্ধ হয়ে যায় পারাপার। পাশাপাশি এই মনসুকায় ঝুমি নদীর উপর বেশ কয়েকটি কাঠের পোল ভেঙে পড়ে বন্যায়। বন্ধ হয়ে রয়েছে যাতায়াত। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। এইদিন দুপুরে মনসুকার সেইসব জায়গা পরিদর্শন করেন দেব।