সংক্ষিপ্ত

সেই সময় বাড়িতেই ছিলেন জীবন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। আর সেই মেসেজ দেখার পর রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তাঁদের চোখে-মুখে। কী করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। আসলে এর ফলে যে তাঁরা ফেঁসে যাবেন তা টের পেয়েই আরও আতঙ্কিত হয়ে পড়েন। 

এক ব্যবসায়ীর (Business Man) বাড়ির জানালায় পিস্তলের গুলি (Bullet) ও গাঁজার (Marijuana) প্যাকেট রাখার অভিযোগ উঠল এলাকারই এক পঞ্চায়েত সদস্যের (Panchayat Member) বিরুদ্ধে। পাশাপাশি ওই ব্যবসায়ীর থেকে টাকাও (Money) চাওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী সহ তাঁর পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনার প্রেক্ষিতে তপন থানায় (Tapan Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী জীবন প্রামাণিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার (South Dinajpur District) তপন ব্লকের করদহ এলাকায়। ব্যবসায়ীর অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নেমেছে তপন থানার পুলিশ। যদিও এনিয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

জানা গিয়েছে, ব্যবসায়ীর নাম জীবন প্রামাণিক। করদহ স্কুল মোড়ে তাঁর একটি ফাস্টফুডের (Fast Food) দোকান রয়েছে। গতকাল অর্থাৎ সোমবার রাত ৮ টা নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করা হয়। অভিযোগ, সেই মেসেজ করেছিলেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যাওয়া রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল কিস্কু। মেসেজে তিনি লিখেছিলেন, "তোমার বাড়ির জানলায় একটি প্যাকেট ফেলে রেখে এসেছি। যার মধ্যে একটি গুলি ও গাঁজা রয়েছে।"

এদিকে সেই সময় বাড়িতেই ছিলেন জীবন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। আর সেই মেসেজ দেখার পর রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তাঁদের চোখে-মুখে। কী করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। আসলে এর ফলে যে তাঁরা ফেঁসে যাবেন তা টের পেয়েই আরও আতঙ্কিত হয়ে পড়েন। এরপর কোনও রকমে সাহস করে জানলা খোলেন তাঁরা। দেখতে পান, জানলার উপরে পড়ে রয়েছে একটি প্যাকেট। যার মধ্যে রয়েছে একটি গুলি ও গাঁজার প্যাকেট। 

আরও পড়ুন- 'শুধু নিরামিষই নয়, বিরিয়ানিও খাওয়া হয় বিজেপিতে, সময় এলেই ক্ষোভ মিটে যাবে', বলছেন দিলীপ

অভিযোগ, তারপর থেকেই জীবনের মোবাইলে একের পর এক অপরিচিত নম্বর থেকে হুমকি ফোন আসতে শুরু করে। এমনকী, তাঁর থেকে তিন লক্ষ টাকা দাবি করে হুমকিও দিতে থাকে দুষ্কৃতীরা। পাশাপাশি এই কথা আর যাতে কাউকে না জানতে পারেন তা নিয়েও দেওয়া হয় হুমকি। এরপর মঙ্গলবার দুপুরে তপন থানায় রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অমল কিস্কুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 

আরও পড়ুন- ফেসবুক লাইভে ফের বিস্ফোরক মদন মিত্র, বাড়ালেন দলের অস্বস্তি

এবিষয়ে জীবনের স্ত্রী পর্ণা প্রামাণিক বলেন, "ঘটনার পর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছি আমরা। আমাদের সঙ্গে কারও কোনও রকম শত্রুতা না থাকলেও কেন এই ধরনের ঘটনা ঘটল তা তদন্ত করুক পুলিশ।" এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও।