সংক্ষিপ্ত
- মেমারিতে পাবজি গেম- এর টুর্নামেন্ট
- গেস্ট হাউস ভাড়া নিয়ে চলছিল প্রতিযোগিতা
- খবর পেয়ে টুর্নামেন্ট বন্ধ করে দিল পুলিশ
ক্রিকেট, ফুটবল বা ক্যারম নয়। শীতের সন্ধ্যায় জমিয়ে চলছিল পাবজি গেমের টুর্নামেন্ট। তাও আবার রীতিমতো গেষ্ট হাউস ভাড়া নিয়ে চলছিল খেলা। খবর পেয়ে অবশ্য জমজমাট টুর্নামেন্ট বন্ধ করে দিল পুলিশ। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে।
মেমারির ডিবিসি পাড়া এলাকায় একটি গেষ্ট হাউস ভাড়া নিয়ে পাবজি গেমের টুর্নামেন্ট -এর আসর বসিয়েছিল কয়েকজন যুবক। মাথাপিছু এন্ট্রি ফি ছিল ষাট টাকা করে। একটি দলে চারজন করে খেলতে পারবে। ফলে এন্ট্রি ফি বাবদ প্রতিটি দলকে ২৪০ টাকা করে দিতে হচ্ছিল। আর যে জিতবে তার জন্য পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল 15,000 টাকা।
সকাল থেকেই পাবজি গেমের এই আসর নিয়ে হৈচৈ পড়ে যায় । প্রতিযোগিতায় প্রায় চারশো জন অংশ নেন। টুর্নামেন্ট উপলক্ষে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল গেষ্ট হাউস। মোবাইল হাতে যুবক যুবতীরা হাজির হন এই গেম খেলতে। টেবিল পেতে চলছিল খেলা।
খবর পৌঁছতেই সেখানে হাজির হয় মেমারি থানার পুলিশ । পৌঁছেই টুর্নামেন্টে বন্ধ করে দেয় তারা। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়। এইভাবে পাবজি টুর্নামেন্ট চালানো যায় কি না, পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে।