সংক্ষিপ্ত
এবার ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম ছেঁটে ফেলার দাবি উঠছে। পাহাড় প্রমাণ দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেতাজতে রয়েছে। এই অবশ্য পাঠ্যবই থেকে তাঁর নাম বাদ দেওয়ার দাবি উঠতে শুরু করেছে।
এবার ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম ছেঁটে ফেলার দাবি উঠছে। পাহাড় প্রমাণ দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেতাজতে রয়েছে। এই অবশ্য পাঠ্যবই থেকে তাঁর নাম বাদ দেওয়ার দাবি উঠতে শুরু করেছে।
ইতিহাস বইতে পার্থর নাম
অষ্টম শ্রেণীর ইতিহাস বই 'অতীত ও ঐতিহ্য' । সেই বইতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে রয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম। সিঙ্গুর আন্দোলন নিয়ে যে অধ্যায় রয়েছে তাতেই জ্বল জ্বল করেছে তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। তৃণমূলের বাকি নেতাদের নাম থাকলেও তা রয়েছে পরের অন্য অনুচ্ছেদে। এই অবস্থায় পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম দলকে অস্বস্তিতে ফেলছে বলে তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছে। তাই এই অনুচ্ছেদ থেকে পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম সরিয়ে দেওয়ার দাবি উঠেছে।
শিক্ষা দফতরের মতামতঃ
রাজ্য শিক্ষা দফতরের সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মুখোপাধ্য়ায়। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয়ে বর্তমান শিক্ষামন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন তাই বহাল রাখা হবে। তিনি আরও জানিয়েছেন এটা নীতিগত বিষয় তিনি আর কিছুই বলবেন না।
বিরোধীদের মতঃ
শিক্ষাবিদ পবিত্র সরকার জানিয়েছেন একবার ইতিহাস বইতে যখন নাম ঢোকান হয়েছে তখন আর তা বাদ দেওয়ার মানে হয় না। তিনি আরও বলেন সিঙ্গুর আন্দোলনের সূত্র ধরে য়াদের নাম ঢোকান হয়েছে তাদের অনেকের নামেই দুর্নীতির অভিযোগ কয়েছে। তাই কোনও নামই ঢোকান উচিৎ হয়নি। তিনি আরও বলেন শুধু নিয়োগ দুর্ণীতি নয় মহিলা সংক্রান্ত দুর্ণীতিতেও পার্থর নাম উঠছে। তাই পাঠ্যবইতে তাঁর নাম থাকা শিক্ষকদের কাছেই হাস্যকর।
শিক্ষকদের অস্বস্তিঃ
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানিয়েছেন , বইতে থাকা একাধিক নেতা আগেও গ্রেফতার হয়েছেন, দল বদল করেছেন। অষ্টম শ্রেণীর পডুয়ারা এই জাতীয় খবর রাখে। তাই ক্লাসে পড়ানোর সময় নানাবিধ প্রশ্নের মুখে পড়তে হয়। তবে সিঙ্গুর আন্দোলনকে ইতিহাস বইতে স্থান দেওযার বিষয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিহাসবীদদের দাবি কেনও বিষয়কে ইতিহাস বইতে স্থান দেওয়ার আগে সময় দেওয়া জরুরি। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। দ্রুত সিলেবাসের মধ্যে নিয়ে আসা হয়েছে।
সিলেবাসে সিঙ্গুর
২০১১ সালে সিঙ্গুর আন্দোলনের সাফল্যের হাত ধরেই ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। ২০১৭ সালে সিঙ্গুর আন্দোলনে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।