সংক্ষিপ্ত
২০২১ সালের দুর্গাপুজোকে সুরক্ষিত করতে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। আসন্ন দুর্গাপুজোকে সুষ্ঠুভাবে যাতে পালন করা যায়, সেই লক্ষ্যে সদস্য ক্লাবগুলির কাছে কয়েকটি প্রস্তাব পাঠানো হয়েছে।
একদিকে করোনা পরিস্থিতি, যেখানে সামান্য অসাবধানতার মাশুল গুণতে হতে পারে গোটা রাজ্যকে, অন্যদিকে আপামর বাঙালির চিরন্তন আবেগ-এই দুইয়ের টানাপোড়েনে হতে চলেছে একুশের দুর্গাপুজো। সেই ভাবনাকে মাথায় রেখেই ২০২১ সালের দুর্গাপুজোকে সুরক্ষিত করতে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। আসন্ন দুর্গাপুজোকে সুষ্ঠুভাবে যাতে পালন করা যায়, সেই লক্ষ্যে সদস্য ক্লাবগুলির কাছে কয়েকটি প্রস্তাব পাঠানো হয়েছে।
ফোরাম ফর দুর্গোৎসব জানিয়েছে
১.বাজেট নিয়ন্ত্রণ করে ক্লাবগুলিকে নিজ নিজ এলাকায় জনহিতকর কাজ করতে হবে
২. যথাসম্ভব খোলামেলা মন্ডপ নির্মাণ করে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে, যাতে দর্শনার্থীরা প্যান্ডেলের বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে পারেন।
৩. ক্লাবের আয়োজক থেকে পুজোর সঙ্গে জড়িত বিভিন্ন পেশার মানুষ, যেমন, ঢাকি, পুরোহিত, মন্ডপশিল্পী, আলোকশিল্পী প্রত্যেকের ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট ক্লাবকে।
৪. প্যান্ডেলের ভিতরের কারুকাজে জোর না দিয়ে, বাইরের প্যান্ডেলের চাকচিক্য বেশি রাখলে, দর্শনার্থীরা সেদিকেই আকর্ষিত হবেন। ফলে মন্ডপের মধ্যে ভিড় হবে না।
৫. প্যান্ডেলের প্রবেশ পথ দীর্ঘ করতে হবে, এতে দর্শনার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে
৬. ঠাকুরের ভোগ নিবেদনে কাটা ফল দেওয়া থেকে বিরত থাকতে হবে
৭. প্রত্যেক দর্শনার্থী যাতে মাস্ক পরে আসেন, তা সুনিশ্চিত করতে হবে পুজো উদ্যোক্তাদের, এছাড়াও প্রবেশ পথে রাখতে হবে স্যানিটাইজেশনের ব্যবস্থা
৮. পুষ্পাঞ্জলী ও সন্ধিপুজোর সময়ে যথাসম্ভব দূরত্ব রেখে সদস্যদের বিভিন্ন কাজে অংশ গ্রহণ করতে হবে।
৯. পুজো মন্ডপে যাতে একসঙ্গে অনেক লোক না ঢুকে পড়েন, সেজন্য রাখতে হবে স্বেচ্ছাসেবক।
১০. পুজোয় স্টল নির্মাণের ক্ষেত্রে, একটির থেকে আরেকটি স্টলের দূরত্ব বজায় রাখতে হবে।
১১. দর্শনার্থীরা যাতে সারাদিন ধরে প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য মানুষকে উৎসাহিত করতে হবে।
১২. বিগত বছরগুলিতে আদালত ও রাজ্য সরকারের দেওয়া সব নিয়ম মেনে যেমন পুজো হয়ে এসেছে, এবছরও তার অন্যথা করা হবে না
১৩. বিসর্জনের জন্য যথাসম্ভব কম লোক নিয়ে যেতে হবে।
১৪. করোনা মহামারীর সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইসিএমআর ও সরকারের দেওয়া সব গাইডলাইন মেনে চলা বাঞ্ছনীয়।