সংক্ষিপ্ত

  • চাকরির বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগ
  • অভিযুক্ত মহিষাদলের তৃণমূল নেতা
  • মুখ্যমন্ত্রীর সফরের দিনই এলাকায় ব্যানার
  • বিজেপি-র চক্রান্ত, দাবি অভিযুক্ত নেতার

মুখ্যমন্ত্রীর জেলা সফরের মধ্যেই তৃণমূলের ব্লক সভাপতির নামে কাটমানির ব্যানার পড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতির নাম তিলক চক্রবর্তী। অভিযোগ কলেজে  চাকরি করে দেওয়ার বিনিময়ে কোটি টাকারও বেশি কাটমানি নিয়েছেন তিনি। 

ব্লক সভাপতির পাশাপাশি তিলক চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও রাজ কলেজের পরিচালন সমিতির সভাপতির পদেও আছেন। মহিষাদল রাজ কলেজে সাত জন গ্রুপ ডি কর্মী নিয়োগের বিনিময়ে তিনি এক কোটি টাকা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। কাটমানি ফেরতের দাবিতে মহিষাদল নাগরিক মঞ্চের নামে সোমবার সকালেই এলাকায় এই ব্যানার দেখা যায়।

এ দিন থেকেই পূর্ব মেদিনীপুর জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরের দিনেই এমন ব্যানারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

যদিও, সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর দাবি, গোটাই বিরোধীদের চক্রান্ত। বিজেপি-র দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ওই তৃণমূল নেতা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, সাধারণ মানুষই এই ব্যানার লাগিয়েছেন। কাটমানির টাকা ফেরানোর দাবি জানিয়েথেন বিজেপি নেতারা।