সংক্ষিপ্ত

পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়্গপুর পুরভোটে বিজেপির আহ্বায়ক তথা দলের প্রাক্তন রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। 

পুরভোটে প্রার্থী (Municipal Election) তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের বিক্ষোভ (TMC Agitation) অব্যাহত রয়েছে। আর তা নিয়ে কটাক্ষ করেছিলেন বিজেপির (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তাঁর গড়েই বিজেপির কোন্দলের কারণে প্রায় বাড়িতে বন্ধ বিজেপির খড়্গপুরের (Kharagpur) নেতারা। সোমবার রাত ১১টা নাগাদ বিজেপি প্রার্থী (BJP Candidate) ঘোষণা করতেই রাত থেকেই শুরু হয়েছে খড়্গপুর জুড়ে বিজেপির ভাঙচুর, তান্ডব। রাতেই বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদকের বাড়িতে ভাঙচুর করার পরে বিজেপি কর্মীরা ভেঙে তছনছ করে দেয় বিজেপির কার্যালয় (BJP Party Office)। অন্যদিকে বিজেপির অন্য মহিলা কর্মীকে টিকিট (Ticket) দেওয়ায় আরও এক বিজেপি মহিলা নেত্রী পরপর ছিঁড়ে ফেলেন প্রচারের পোস্টার, এলাকায় বাড়িতে বাড়িতে ভোটারদের হুমকিও দেন তিনি। 

পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়্গপুর পুরভোটে বিজেপির আহ্বায়ক তথা দলের প্রাক্তন রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। সোমবার গভীর রাতে হামলা করা হয়েছে তাঁর বাড়িতে। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাঁচ। জানলার কাঁচও ভাঙা হয়। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুষার মুখোপাধ্যায়ের দাবি, যারা হামলা করেছে তাদের বেশিরভাগই মহিলা। এই ঘটনার কথা দিলীপ ঘোষকে জানানো হয়েছে। হামলার ঘটনা বরদাস্ত করা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।  

আরও পড়ুন- 'মমতার মুখে শিল্পের কথা না শোনাই ভালো', নিশানা শুভেন্দুর

আরও পড়ুন- ১৫ ফেব্রুয়ারি বারাণসীতে প্রচারে মমতা, 'বিজেপি-কে তাড়াতে' সপ্তমে চড়বে সুর

দুপুরে আরও একদল বিজেপি কর্মী খড়্গপুর পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখাতে থাকে। রাস্তা অবরোধ করে তারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে সেখানে থাকা দলের স্থানীয় বিজেপি কার্যালয়ে নিজেরাই ব্যাপক ভাঙচুর চালায় ৷ কর্মীরা সকলকে হুমকি দেয় ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা শ্রী রাও-এর হয়ে যেন কেউ পতাকা না লাগায়। সাথে সাথে তারা পাশপাশি থাকা বিজেপির সব পতাকা, পোস্টার, ব্যানার ছিড়ে ফেলে দেয় ৷ একই রকমের ছবি দেখা দেয় খড়্গপুর পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডেও৷ এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী মৌসুমী দাস। তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই ওই ওয়ার্ডে পুরনো বিজেপি মহিলা কর্মী বেবী কোলে তাঁর পরিচিত কর্মীদের নিয়ে রাস্তায় নেমে পড়েন। মঙ্গলবার দুপুর থেকে খড়্গপুরের ওই ওয়ার্ডে মৌসুমী দাসের সব পোস্টার, ব্যানার ছিড়ে ফেলে দেয় বেবী কোলের অনুগামীরা। অভিযোগ, সেই সঙ্গে পাড়ায় ঘুরে ঘুরে হুমকিও দেয় তারা। বাড়ি বাড়িতে গিয়ে তারা বলে, এই ওয়ার্ডে কেউ যদি বিজেপিকে ভোট দেয় তাহলে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এই ঘটনা প্রসঙ্গে বেবী কোলে বলেন, "আমাকে দলের নেতারা প্রার্থী করার জন্য ৫ লক্ষ টাকা চেয়েছিল। আমি দিতে পারিনি বলে যে দিতে পেরেছে তাকে প্রার্থী করেছে। আমি এটা মেনে নিতে পারব না। কারণ দীর্ঘদিন ধরে দলটা আমি করেছি।"   

আরও পড়ুন- 'ওর হাতে রক্ত লেগে', মমতাকে নাম না করে তোপ, উত্তরপ্রদেশবাসীকে সতর্ক করলেন শুভেন্দু

আর খড়্গপুরে বিজেপির এই অবস্থা প্রসঙ্গে তৃণমূলের জেলা নেতা অজিত মাইতি বলেন, "অনেক বড় বড় লেকচার দিচ্ছিলেন দিলীপ ঘোষ ৷ তাঁর কথাকে তুড়ি মেরে উড়িয়ে হিরণকে প্রার্থী করেছে খড়্গপুরে। তার দলের লোকেরা টিকিট না পেয়ে সন্ত্রাস শুরু করেছে। এবার বুঝুক কারা সন্ত্রাসবাদী ছিল।"