সংক্ষিপ্ত

বালুরঘাটের ১২ নম্বর ওয়ার্ড জুড়ে ধরনের কার্টুন ফ্লেক্স পড়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রচারে জেলা বিজেপি কমিটি লেখা থাকায় তা যে পরোক্ষে তৃণমূল প্রার্থী বিপ্লব খাঁকে বোঝানো হয়েছে তা জনগণের বুঝতে কোনও অসুবিধা হয়নি।

আসন্ন বালুরঘাট (Balurghat) পুর নির্বাচনে (West Bengal Municipal Election 2022) বিজেপির (BJP) এবার হাতিয়ার কার্টুন ফ্লেক্স (Cartoon Flex)। পুরনো একাধিক ইস্যুকে কেন্দ্র করে কার্টুন ফ্লেক্সের মাধ্যমে প্রচার করছে বিজেপি। এবার নতুন কার্টুন ফ্লেক্স পড়ল বালুরঘাট শহরের ১২ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের একাধিক জায়গায় কার্টুন ফ্লেক্সে ভরে গিয়েছে। কার্টুনে আঁকা রয়েছে "চোর চোর চোর" বলে পিছনে চিৎকার করে এক ব্যক্তিকে তাড়া করছে একদল লোক। নিচে লেখা, "ত্রিপল, ব্যাঙ্ক, এবার কী পৌরসভা?" প্রচারে জেলা বিজেপি। বালুরঘাটের ১২ নম্বর ওয়ার্ড জুড়ে ধরনের কার্টুন ফ্লেক্স পড়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রচারে জেলা বিজেপি কমিটি লেখা থাকায় তা যে পরোক্ষে তৃণমূল প্রার্থী (TMC Candidate) বিপ্লব খাঁকে বোঝানো হয়েছে তা জনগণের বুঝতে কোনও অসুবিধা হয়নি।

তবে এই পোস্টার যে বিজেপির তরফেই দেওয়া হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা বিজেপি। জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান, "১৭ সালের বন্যার সময় ত্রিপল চুরির ঘটনায় যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই ব্যক্তি বর্তমানে প্রার্থী হয়েছেন। কার্টুনে মিথ্যে কিছু বলা হয়নি, শুধুমাত্র কার্টুনের মাধ্যমে জনগণের কাছে পুরনো স্মৃতি তুলে ধরা হয়েছে।" অন্যদিকে এবিষয়ে বালুরঘাটের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিপ্লব খাঁ জানান, এধরনের কুরুচিপূর্ণ মিথ্যে অপপ্রচার ধোপে টিঁকবে না। এমন ভাবে অপপ্রচার চালাছে বিজেপি।

আরও পড়ুন- বিধানসভার অধিবেশন রাত ২টোয়, টুইট করে রাজ্যপাল বললেন 'নজিরবিহীন'

আরও পড়ুন- আনিস খুনের প্রতিবাদে উত্তাল আমতা থানা, গার্ডরেল তুলে ছুড়ে ফেলল বিক্ষোভকারীর দল

পুরভোটের (WB Municipal Elections 2022) দামামা বেজে গিয়েছে রাজ্যে। ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোট রয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে। ২ মার্চ পুরভোটের গণনা হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন (WB Election Commission)। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মধ্য়ে দুটি পুরসভা রয়েছে। সেগুলি হল বালুরঘাট এবং গঙ্গারামপুর। এই দুই পুরসভাতেই সেদিন ভোট রয়েছে। 

আরও পড়ুন- ইউক্রেনে আটকে বাংলার দুই মেডিক্যাল পড়ুয়া, মোবাইলের দিকে ছলছল চোখে তাঁকিয়ে পরিবার

ভোটের আগে হাতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তাই সময় একেবারেই নষ্ট করছেন না রাজনৈতিক দলগুলির প্রার্থীরা (Candidate)। জোরকদমে প্রচার (Vote Campaign) করছেন তাঁরা। সময় নষ্ট না করে মাটি কামড়ে ওয়ার্ডে পড়ে রয়েছেন অনেকেই। নিজের মত করে প্রচার করে জনসংযোগ বাড়ানোর কাজে নেমেছেন সবাই। এর মাঝেই আবার কেউ কেউ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একেবারে মিশে গিয়ে জনসংযোগ গড়ার চেষ্টা করছেন। কেউ আবার বেছে নিচ্ছেন অভিনব প্রচারকে। আর সেখানেই এবার প্রচারের জন্য ভরসা রাখছেন কার্টুন ফ্লেক্সের উপর।