সংক্ষিপ্ত

স্বাস্থ্যসাথী প্রকল্পে বেনিয়ম আটকাতে তৎপর সরকার।

এখন থেকে স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) অ্যাপে (Application) ব্যবহার করা হবে ‘জিয়ো ট্যাগিং’। যার মানে হল, কোনও তথ্যের সঙ্গে ভৌগোলিক অবস্থানের সংযুক্তিকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। কোন রোগীর জন্য পরিষেবা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, তার ‘রিয়েল টাইম’তথ্য যুক্ত হবে স্বাস্থ্যসাথীর মোবাইল অ্যাপ্লিকেশনে।

তার জন্য ব্যবহার করা হবে ‘জিয়ো ট্যাগিং’। তারপর সেই তথ্য খতিয়ে দেখা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। যদিও এই বিষয়গুলির সঙ্গে রোগীদের সরাসরি কোনও যোগাযোগ নেই। ফলে, রোগী পরিষেবার পর বেসরকারি হাসপাতালগুলি যখন সরকারের থেকে টাকা দাবি করবে, সেই সময়ের জন্যই মূলত এই প্রক্রিয়াগুলি কাজে লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য দফতর সম্প্রতি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, স্বাস্থ্যসাথী প্রকল্পে যে কোনও বেসরকারি হাসপাতালে রোগী পরিষেবার ‘রিয়েল টাইম’তথ্য সংগ্রহ করা হবে ‘জিয়ো ট্যাগিং’প্রক্রিয়ার মাধ্যমে। কারণ, স্বাস্থ্যসাথীর ট্রানজ়াকশন ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ টিএমএস বা আর্থিক লেনদেনের সময়ে ওই রিয়েল টাইম তথ্যই ব্যবহার করা হবে।

শুধু তাই নয়, হাসপাতালে কোন কোন রোগী ভর্তি রয়েছেন, সেই তথ্য সহ মোবাইল অ্যাপটি কেবলমাত্র ওই হাসপাতালের ৫০ মিটার রেডিয়াসের মধ্যেই ব্যবহার করা যাবে বলে জানা গেছে। অর্থাৎ, হাসপাতাল চত্বরের বাইরে কোনওভাবেই ওই অ্যাপ ব্যবহার করা যাবে না।

আর রোগী পরিষেবা সংক্রান্ত ‘রিয়েল টাইম’তথ্য মাত্র একবারই যুক্ত হবে সেই অ্যাপে। ফলে, কারচুপির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। কারণ, তারপর সেটিকে আর এডিট করা যাবে না। এমনকি, একই রোগীর জন্য ওই তথ্য নতুন করে যুক্তও করা যাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।