সংক্ষিপ্ত
Suvendu on Ramnavami: রামনবমীতেই রামমন্দিরের শিলান্যাস। নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ২২ জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষ্যে নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দির গড়
Suvendu on Ramnavami: রামনবমীতেই রামমন্দিরের শিলান্যাস। নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ২২ জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষ্যে নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দির গড়ে তোলা হবে বলে জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। রবিবার রামনবমীর দিনই (Ram Nabami 2025) রামমন্দিরের শিলান্যাস করলেন তিনি।
জানা গিয়েছে, কিছুদিন ধরেই সেখানে পুরোদমে চলছিল প্রস্তুতি। এদিন সকাল থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। সাড়ে চার বিঘা জমিতে গড়ে ওঠা রামমন্দিরে সাধু-সন্তদের উপস্থিতিতে চলছে হোম-যজ্ঞ। রামনবমীর সকালে বাইক র্যালিও সেরে নন্দীগ্রামে রামমন্দিরের ভিত্তিস্থাপন অনুষ্ঠান সারেন শুভেন্দু অধিকারী। সেখানে পুজো শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে রামনবমীর সকালেই রাস্তায় নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগেই এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন তিনি। পরবর্তীতে আরও ৫০ লাখ মোট দেড় কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন তিনি। এদিন রাস্তায় নেমেই কার্যত রণহুঙ্কারের সুরে বললেন, '' এতো সবে সকাল দশটা! রাত দশটার মধ্যে দখল হয়ে যাবে বাংলা।'' শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন, ''রাম আস্থার প্রতীক।''
অন্যদিকে, রামনবমীতে অশান্তি এড়াতে রামনবমীর মিছিল নিয়ন্ত্রণে কলকাতা পুলিসের নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ৫,০০০ পুলিস মোতায়েন করা হয়েছে। মিছিল যেখান দিয়ে যাবে, সেসব রাস্তায় সিসিটিভির মাধ্যমে নজর দারি চালানো হবে। পুলিশের গায়ে বডি ক্যামেরা থাকবে, যাতে সবকিছু রেকর্ড হয়। আকাশে ড্রোন উড়িয়ে মিছিল ও ভিড়ের উপর নজর রাখা হবে। শুধু তাই নয়, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কেউ যদি গুজব ছড়ায়, তা ধরতে বিশেষ দল কাজ করছে। এছাড়াও সব পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে, যাতে তারা পুরোপুরি ডিউটিতে থাকতে পারেন। কেউ অশান্তি করার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও দেওয়া হয়েছে সতর্ক বার্তা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।