সংক্ষিপ্ত

বাজার থেকে দাম দিয়ে কিনে আনছেন নকল চন্দ্রমুখী! বাজারে দেদার বিক্রি হচ্ছে নকল আলু?

কোনও মতে কমছে না আলুর দাম। আগামী দিনে আলুর দাম কমার সম্ভাবনাও কম। ২০-২৫ টাকার আলু বাজারে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু অন্যদিকে টাস্ক ফোর্স দাবি করেচে যে আলুর দাম নিয়ন্ত্রণে রয়েছে।

বাইরের রাজ্যে আলু পাঠাতে না পারায় ধর্মঘটে নেমেছিল পশ্চিমবঙ্গ প্রগতীশীল আলু ব্যবসায়ী সমিতি। এ প্রসঙ্গে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেন রাজ্যের মন্ত্রী। তাতে ২৬ টাকার নিচে কোনও ভাবেই আলুর পাইকারি বিক্রি সম্ভব নয় বলে জানিয়েছেন আলু ব্যবসায়ীরা।

কিন্তু যে চন্দ্রমুখী আলু বাজারে বিক্রি হচ্ছে তা আদৌ চন্দ্রমুখী প্রজাতির? সাধারণত জ্যোতি আলুর থেকে বেশ অনেকটাই দাম বেশি চন্দ্রমুখী আলুর। ব্যবসায়ীদের দাবি প্রকৃত চন্দ্রমুখী হলে দাম আরও বেশি হবে। তাই মাটি মাখিয়ে দেদার বিক্রি হচ্ছে নকল চন্দ্রমুখী আলু।

তবে কোন প্রজাতির এই আলু?

পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল এ প্রসঙ্গে বলেছেন "এবছর বাংলায় হেমাঙ্গিনী আলু একটু বেশি চাষ হয়েছে। জ্যোতির থেকে হেমাঙ্গিনীর দাম কিছুটা বেশি। চন্দ্রমুখীর দাম আরও বেশি। কলকাতা-সহ নানা বাজারে অনেক সময় হেমাঙ্গিনী আলু চন্দ্রমুখী বলে বিক্রি হয়।"

প্রসঙ্গত সেই আলুই চন্দ্রমুখী বেবে কিনে আনছেন ক্রেতারা। এই বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলেচেন টাস্ক ফোর্স। তবে এখনও দাপিয়ে বিক্রি হচ্ছে এই আলু।