সংক্ষিপ্ত
নবান্ন-র পক্ষ থেকে জানান হয়েছে, ২০২৫ সালের নতুন বছরের প্রথমেই ঘোষণা করা হয়েছে দুয়ার সরকার প্রকল্পের দিনক্ষণ
নতুন বছরের প্রথমেই হবে দুয়ারে সরকার ক্যাম্প। সন্দেশখালি থেকে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত তেমনই ঘটনা ঘটল। দুয়ারে সরকার ক্যাম্পের নতুন সূচী প্রকাশ করল নবান্ন। এবার দুয়ারে সরকার প্রকল্পে বেশি জোর দেওয়া হয়েছে গ্রামাঞ্চল আর প্রত্যন্ত এলাকাগুলিকে। দুর্গম এলাকাতেও হবে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্য সরকারের ৩৭টি সরকারি প্রকল্পের সুবিধে পাওয়া যাবে দুয়ারে সরকার প্রকল্প থেকেই।
নবান্ন-র পক্ষ থেকে জানান হয়েছে, ২০২৫ সালের নতুন বছরের প্রথমেই ঘোষণা করা হয়েছে দুয়ার সরকার প্রকল্পের দিনক্ষণ। শুরু হবে ২৪ জানুয়ারি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধে পেতে আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনির কাজ। তারপরই দেওয়া হবে পরিষেবা।
২০২১ সালে তৃতীয়বার রাজ্যের শাসনক্ষমতায় আসার পরই দুয়ারে সরকার প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বছরে প্রায় দুইবার এই শিবির হয়ে থাকে। সরকার এই প্রকল্পগুলির সুবিধে যাতে একবারে আমজনতার দোরগোড়ায় পৌঁছে যায়, তার জন্য কয়েক দিন ধরেই ক্যাম্প চলে। সেখানে উপস্থিত থাকেন সরাকরি কর্মী ও আধিকারিকরা। সাধারণ মানুষও সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য জেনে নেন। সরকারি প্রকল্পের সুবিধেগুলি সম্পর্কে অবগত হন, আবেদনও করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্যোগে প্রত্যেক বছরেই দুয়ারে সরকার ক্যাম্প হয়। সেখানেই স্থানীয়রা পৌঁছে যান। দুয়ারে সরকার ক্যাম্প থেকে সরকারি প্রকল্পের জন্য আবেদন করা হলে দ্রুত সরকারি প্রকল্পের সুবিধে পাওয়া যায়। রাজ্যের প্রায় সর্বত্রই দুয়ারে সরকার ক্যাম্প হয়। তারপরেও দেখা গিয়েছে দুর্গম এলাকার মানুষ সেই ক্যাম্পে যেতে পারছে না। ফলে সরকারি সুবিধে থেকে বঞ্চিত হচ্ছে। তাই এবার গ্রামাঞ্চাল আর প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।