সংক্ষিপ্ত
কলকাতার মিলেনিয়াম পার্কের জেটি থেকে ছাড়বে এই বিদ্যুৎচালিত ভেসেল।গন্তব্য বেলুড়মঠ হয়ে দক্ষিণেশ্বর। দেশের আর কোথায় পরিবেশবান্ধব এই ধরনের ফেরি পরিষেবা নেই।
আবার রেকর্ড কলকাতার। এবার জলপথে নজির গড়ল বাংলা। দেশের মধ্যে প্রথম বিদ্যুৎচালিত ভেসেল চলবে গঙ্গায়। জুড়বে দেশের প্রাচীন দুটি শহর- হাওড়া আর কলকাতা। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এই ভেসেলের।
কলকাতার মিলেনিয়াম পার্কের জেটি থেকে ছাড়বে এই বিদ্যুৎচালিত ভেসেল।গন্তব্য বেলুড়মঠ হয়ে দক্ষিণেশ্বর। দেশের আর কোথায় পরিবেশবান্ধব এই ধরনের ফেরি পরিষেবা নেই। মুখ্যমন্ত্রী বলেন, 'পরিবেশ দূষম কমাতে বিশেষ ভবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। এই ফলে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন। তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।' মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দিনে আরও ১২টি ই-ভেসেল ও ১২টি আ-বার্জ চালানোর বিষয়ে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছেন। নতুন এই জনযানে দুটি শ্রেণী থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত অংশে সফর করতে পারবেন ৩০ জন আর সাধারণ শ্রেণিতে। সাধারণ শ্রেণিতে ৬০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আউট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলার অনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এই অনুষ্ঠানে মমতা আরও একবার জানিয়ে দেন তিনি ক্ষমতায় আসার পর গঙ্গাসাগর মেলার উন্নতির জন্য কী কী পদক্ষেপ করেছেন। তিনি বলেন, এখন সবাই বলে সব তীর্থ একবার আর গঙ্গাসাগর বারবার।
মমতা জানিয়েছেন গঙ্গাসাগর মেলা প্রচুর মানুষ আসেন রাজ্য। লক্ষ মানুষের ভিড় সামলাতে তৈরি রয়েছে প্রশাসন। দুই দিন সাগরমেলায় দিয়েছিলেন শেষ পর্বের প্রস্তুতি দেখতে। মেলার দায়িত্বও তিনি ভাগ করে দেন। ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলা উপলক্ষ্যে ইতিমধ্যেই আসতে শুরু করেছে তীর্থযাত্রীরা। মেলার দিনগুলিতে বাড়বে ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায় সুষ্ঠুভাবে মেলা সাঙ্গ করার জন্য ইতিমধ্যেই বাবুঘাট থেকে শুরু করে লট-৮ সব ক্ষেত্রের দায়িত্বই তাঁর মন্ত্রীর মধ্যে ভাগ করে দিয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।