সংক্ষিপ্ত

নবান্ন অভিযানের কারণে রাস্তঘাটে চরম দুর্ভোগের আশঙ্কা! আসুন জেনে নেওয়া যায় কোন কোন রুটে বন্ধ যান চলাচল

আরজিকর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নেমে পড়েছে সাধারণ মানুষ। ক্ষোভে, রাগে প্রতিবাদ করছে গোটা বাংলা তথা দেশ। এবার মঙ্গলবার ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ।

যাতে ছাত্র অভিযান বাতিল করা যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। তাই অত্যন্ত উদ্বেগে বেড়েছে শাসক দলের।

যাতে শহরে কোনওভাবে অচলাবস্থার সৃষ্টি না হয়, তার জন্য অত্যন্ত তৎপর কলকাতা পুলিশ। একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে।

এদিন ভোর চারটে থেকে রাত ১০ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একাধিক পণ্যবাহী গাড়ির উপরে। তবে জরুরি ও পচনশীল সামগ্রীর গাড়ির উপরে কোনও বিধি নিষেধ জারি করা হয়নি। এ ছাড়াও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতার বেশ কয়েকটি রাস্তায়। আসুন জেনে নেওয়া যাক আজ যাতায়াতের ক্ষেত্রে কোন কোন পথ এড়িয়ে যাবেন-

বিদ্যাসাগর সেতু এবং ব়্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রেড, ডায়মান্ড হারবার, সার্কুলার গার্ডেনরিচ রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, কোল বার্থ রোড,রিমাউন্ট রোড, কলকাতা ডক এবং কলকাতা বন্দরের সংযোগকারী ফিডার রোড।

এ ছাড়াও জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, আউটরাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, ক্যাথিড্রাল রোড, এজেসি বসু রোড, এসএন ব্যানার্জি রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট, কিংসওয়ে, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট, কালাকার স্ট্রিট, ব্রেবোর্ন রোড, হাওড়া ব্রিজে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে নিত্যযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে যাতে পরিবহনের কোনও অসুবিধা না হয়, সেজন্য অতিরিক্ত শিফটে সরকারি বাস, ফেরি সার্ভিস ও ট্রাম পরিষেবা দেওয়া হবে। বেসরকারি বাস ও অ্যাপক্যাবেরও যাতে সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখবে রাজ্য সরকার।