- Home
- West Bengal
- West Bengal News
- ডিসেম্বরে কল্পতরু নবান্ন, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও তিন প্রকল্পের জন্য সুখবর দিলেন মমতা
ডিসেম্বরে কল্পতরু নবান্ন, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও তিন প্রকল্পের জন্য সুখবর দিলেন মমতা
- FB
- TW
- Linkdin
ডিসেম্বরেই কল্পতরু নবান্ন
ডিসেম্বর মাসেই কল্পতরু নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের জন্য থাকছে বড় খবর। আবাস যোজনার-সহ আরও একাধিক প্রকল্প নিয়ে নীরবতা ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের সুখবর
লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য বৃহস্পতিবারই সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানিয়ে দিলেন এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা বাড়ান হয়েছে।
আবাস প্রকল্প
আবাস প্রকল্পের প্রথম কিস্তির বরাদ্দ ১৫-৩০ ডিসেম্বরের মধ্যে ছাড়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তা
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও পাঁচ লক্ষ করা হল। একদিন প্রায় ২ কোটির মত মহিলা এই প্রকল্পের সুফল ভোগ করতেন। এবার সংখ্যাটা আরও বাড়ল।
ডিসেম্বর থেকেই টাকা
ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন নতুন ৫ লক্ষ উপভোক্তা। নবান্ন থেকে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চার প্রকল্পের উপভোক্তার সংখ্যা বৃদ্ধি
মমতা জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আবাস প্রকল্প, বিধবা ভাতা আর বিশেষভাবে সক্ষমদের ভাতা প্রকল্পের সুবিধেভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা
মমতা জানিয়েছেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে উপভোক্তা করা হয়েছে। যার কারণে উপভোক্তার সংখ্যার বেড়ে হয়েছে ২ কোটি ২১ লক্ষ।
লক্ষ্মীর ভাণ্ডার জন্য সরকারের খচর
লক্ষীর ভাণ্ডার প্রকল্পের জন্য এতদিন সরকারে খরচ হত ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা। এবার তা বেড়ে হবে ৬২৫ কোটি টাকা।
বিধবা ভাতা
বিধবা ভাতা আরও ৪৩ হাজার ৯০০ জনকে দেওয়া হবে ডিসেম্বর থেকেই। এখন তাতে উপভোক্তা সংখ্যা ছিল ২০ লক্ষ ৩২ হাজার।
বিশেষভাবে সক্ষম
বিশেষ ভাবে সক্ষম প্রায় সাড়ে সাত লক্ষ উপভোক্তা ভাতা পেতেন মোট ৯০০ কোটি টাকার। এখন আরও ১৯ হাজার নতুন উপভোক্তা তাতে যুক্ত হল।
কৃষকবন্ধ প্রকল্প
নতুন কৃষকবন্ধু প্রকল্পে প্রায় ১.০৮ কোটি উপভোক্তাকে একটি কিস্তির ২৯৪৩ কোটি টাকা বরাদ্দে ছাড়পত্র দিয়েছে রাজ্য। এখনও পর্যন্ত এই প্রকল্পে এ বছর ৫৮৫৯ কোটি টাকা খরচ করা হয়েছে। ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত খরচ হয়েছে ২১ হাজার ১৩৪ কোটি টাকা।
কৃষকদের মৃত্যুকালীন ক্ষতিপুরণ
কৃষকদের মৃত্যুকালীন ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১.২৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছে ২৫৪৪ কোটি টাকা।