সংক্ষিপ্ত
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে বুধবারও উত্তপ্ত ভাঙড়। এদিন হঠাৎ করেই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে সেখানের বিধায়ক নওশাদ সিদ্দিকি।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে মঙ্গলবারের পর বুধবারও উত্তপ্ত ভাঙড়। এই অবস্থাতেই আচমকা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি পৌঁছে গেলেন নবান্নে। সূত্রের খবর তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্যই নবান্নে তাঁর দরবারে গিয়েছেন। বুধবার বিকেল ৩টের কিছু পরে তাঁকে নবান্নে ঢুকতে দেখা গেছে।
আইএসএফ সূত্রের খবর নওয়াদ সিদ্দিকি ভাঙড়ের পঞ্চায়েত ভোট নিয়ে যে অশান্তি চলছে তাই নিয়ে অভিযোগ জানাতে নবান্নে গিয়েছেন, তেমনই জানিয়েছে তাঁর দলের একটি সূত্র। তিনি তাঁর অভিযোগগুলি মুখ্যমন্ত্রীকে জানাবেন। পাশাপাশি সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পরামর্শ ও সহযোগিতাও চাইবেন। সূত্রের খবর এদিন নবান্নে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বেলা ১২টা নাগাদ নবান্নে ঢুকেছেন। তবে এই বিষয়ে নবান্ন যেমন এখনও পর্যন্ত কিছুই জানায়নি। তেমনই নওসাদও কোনও কিছু জানাননি।
অন্যদিকে নওসাদ যখন নবান্নে গেছেন তখন আইএসএফএর মামলাকারী তিন প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার জন্য সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাশীপুর ও ভাঙড় থানাকে সেই নির্দেশ মানতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।
ভাঙড়ে মনোনয়নকে কেন্দ্র করে মঙ্গলবার মুড়িমুড়কির মত বোমা পড়েছে। ভাঙচুর হয়েছে। যুযুধান দুই পক্ষ হল তৃণমূল কংগ্রেস ও আইএসএফ। দুই পক্ষই একে অপরকে এক ইঞ্চি জমি ছাডডতে নারাজ। । দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। এই অবস্থায় স্থানীয়দের প্রশ্ন কী করে শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হবে। যদিও তার উত্তর এখনও কেউই দিতে পারেননি। তবে ভাঙড়ে দীর্ঘ দিন ধরেই রাজ করে তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচন থেকেই আইএসএফ সেখানে শক্ত ভিত তৈরির চেষ্টা করছে। এই অবস্থায় ভাঙড়ের প্রভাবশালী নেতা আরাবুলের পল্টা উঠে এসেছেন নওশাদ সিদ্দিকি।
যদিও গতকাল ভাঙড়েই মিছিল করেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বব্দ্যোপাধ্যায়। তাঁর মিছিলে জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবুই জমি হারাতে নারাজ ভাঙড়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল। বিধানসভা ভোটে হারের বদলা পঞ্চায়েত নির্বাচনে নিতে মরিয়া তিনি। এই অবস্থায় স্পর্শকারত এলাকা হিসেবে পরিচিত ভাঙড় যে বারুদের স্তূপে পরিণত হয়েছে। পাল্টা নওশাদ ও তাঁর বাহিনীও নিজের অধিকার করা জমি এক ইঞ্চিও বিনা যুদ্ধে ছাড়তে নারাজ। তাই পঞ্চায়েত ভোটের আগে থেকেই উত্তপ্ত ভাঙড়। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হতে পারে বলেও আশঙ্কা।
আরও পড়ুনঃ
অতল জলের গহ্বরে ১০টি রহস্য, মহাসাগরে অমীমাংসিত ঘটনা - দেখুন ছবিতে
Cyclone Biparjoy: বাংলায় 'বর্ষা বিপর্যয়'-এর কারণ কী ঘূর্ণিঝড় বিপর্যয়? চলছে কাটাছেঁড়া