সংক্ষিপ্ত

পর্ষদের দায়িত্ব নিয়েই গৌমত পাল জানিয়েছিলেন প্রতি বছর নিয়ম করে টেট পরীক্ষা হবে। সেই মত এক বছর পরেই টেট পরীক্ষা হতে চলেছে।

 

চলতি বছর টেট পরীক্ষার দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্যদ। পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর এই বছর টেট পরীক্ষা হবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি বুধবারই প্রকাশ করা হবে। পর্যদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হবে। বৃহস্পতিবার থেকেই ফর্ম ফিলাপ করা যাবে। তবে কারা কারা পরীক্ষার জন্য যোগ্য সেই সংক্রান্ত তথ্যই বিস্তারিত জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি।

গত বছর টেট পরীক্ষা হয়েছিল গত ১১ ডিসেম্বর। পাঁচ বছর পরে ওই পরীক্ষা হয়েছিল। পর্যদের দায়িত্ব নিয়েই গৌতম পাল জানিয়েছিলেন প্রতি বছর নিয়ম করে টেট পরীক্ষা হবে। সেই মত এক বছর পরেই টেট পরীক্ষা হতে চলেছে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, টেট পরীক্ষার বিজ্ঞপ্ত পর্ষদের সাইটের পাশাপাশি সংবাদপত্রেও প্রকাশিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা থেকে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করা যাবে।

বুধবার পর্ষদ জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে। দুপুর ১২টা থেকে বেলা ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। এবারও ওআরএম শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওযার ক্ষেত্রে আগেরবারের সফল মডেল কে এবারও কাজে লাগাবে পর্ষদ সভাপতি। আইনি জটিলতা নিয়ে নিয়োগ করতে চায় করতে চায় পর্ষদ।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র যারা ডিএলএড সহ প্রথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিয়েছে তাঁরাই এই পরীক্ষায় বসার জন্য যোগ্য। যাদের বিএড ডিগ্রি রয়েছে তারা টেট পরীক্ষা দিতে পারবে না। গতবছর টেট পরীক্ষায় যারা পাস করতে পারেনি তারা এই বছর আবারও টেট পরীক্ষায় বসতে পারবে। ২০২১-২৩ সালের ডিএলএড পরীক্ষার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। ১৫০টি কেন্দ্রে প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী ছিলেন। আগের পরীক্ষা সম্পূর্ণ নির্বিঘ্নে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

যদিও এই রাজ্যে প্রাথিমিকে নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এখনও ধর্না অবস্থান চলছে। নিয়োগ দুর্নীতি নিয়ে আইনি লড়াই চলছে।  তারই মধ্যে চলতি বছর টেট পরীক্ষা নিতে চলছে সরকার। শিক্ষক নিয়োগ দুর্নীতি এই রাজ্যে সর্বদাই আলোচনার বিষয়।