সংক্ষিপ্ত
আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না। এখন থেকে অনলাইনেই (Online) মিলবে রেশন কার্ডের (Ration Card) সমস্ত পরিষেবা।
আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না। এখন থেকে অনলাইনেই (Online) মিলবে রেশন কার্ডের (Ration Card) সমস্ত পরিষেবা।
নাম, ঠিকানা কিংবা বয়স বদল করতে গেলে আর নেই কোনও ঝামেলা। এমনকি, কেউ যদি রেশন ডিলারও বদল করতে চান, তাহলেও আর লাইনে দাঁড়াতে হবে না। অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই মিলবে সমাধান।
একদিকে স্বচ্ছতা আনতে এবং অপরদিকে সাধারণ মানুষের হয়রানি ঠেকাতে এমনই ব্যবস্থা নিতে চলেছে খাদ্য দফতর। বৃহস্পতিবার, বিধানসভায় এই কথা জানান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
তাঁর কথায়, উক্ত অনলাইন পোর্টালেই সবকিছু সংশোধন করা যাবে। পরিবার সহ রেশন কার্ড অন্যত্র বদল করতে গেলেও তার সুবিধা মিলবে সেই পোর্টালে। এছাড়া রেশন কার্ড (Ration Card) পুরোপুরিভাবে জমা দিতে গেলেও এই পোর্টালটি থেকে সাহায্য পাওয়া যাবে।
শুধুমাত্র ফর্ম পূরণ করে অনলাইনে সাবমিট করলেই হয়ে যাবে। খাদ্যমন্ত্রী আরও জানান, রেশন দফতরের অ্যাপের মাধ্যমেও গ্রাহকরা যেকোনও ধরনের পরিবর্তন করতে পারবেন। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাস্তবে গ্রাহকদের হয়রানি থেকে মুক্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রেশন কার্ডের ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত প্রায় ২২ লক্ষ মানুষ এই পরিষেবা পেয়েছেন বলে দাবি করেছেন মন্ত্রী। অন্যদিকে, খাদ্য দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৫ নম্বর ফর্মে নাম, বয়স এবং ঠিকানা পরিবর্তন করার সুযোগ থাকছে। ফলে, গ্রাহকদের হয়রানি কমাতে এবং আরও স্বচ্ছতা আনতেই মুখ্যমন্ত্রীর পরামর্শে এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।
সবমিলিয়ে, রেশন কার্ড গ্রাহকদের জন্য এখন আরও সুবিধা এনে দিল রাজ্য সরকার। ঘরে বসেই পাওয়া যাবে অনলাইন পরিষেবা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।