- Home
- West Bengal
- West Bengal News
- 'সঞ্জয় রায়ের ফাঁসি চাই না'! কলকাতা হাইকোর্টে কেন এমনটা বলল নির্যাতিতার পরিবার
'সঞ্জয় রায়ের ফাঁসি চাই না'! কলকাতা হাইকোর্টে কেন এমনটা বলল নির্যাতিতার পরিবার
আরজি কর মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। শিয়ালদহ অর্থাৎ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে নির্যাতিতার পরিবারের পাশাপাশি রাজ্য সরকার ও সিবিআইও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি সঞ্জয় রায়ের আইনজীবীও দ্বারস্থ হয়েছে আদালতের।

কলকাতা হাইকোর্টে আরজি কর মামলা
আরজি কর মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। শিয়ালদহ অর্থাৎ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে নির্যাতিতার পরিবারের পাশাপাশি রাজ্য সরকার ও সিবিআইও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি সঞ্জয় রায়ের আইনজীবীও দ্বারস্থ হয়েছে আদালতের।
শুনানি হয়েছে
নিম্ন আদালত সঞ্জয় রায়কে আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গেছে রাজ্য ও কেন্দ্র।
কলকাতা হাইকোর্টে শুনানি
কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে।
রায় স্থগিত
সঞ্জয়ের রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদনের শুনানি হয়েছে। মামলা গ্রহণযোগ্য কিনা তা এখনও স্পষ্ট করেনি হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট আপাতত রায়দান স্থগিত রেখেছে।
নির্যাতিতার পরিবারের আর্জি
কলকাতা হাইকোর্টে গিয়ে নির্যাতিতার পরিবার সঞ্জয় রায়ের ফাঁসি চায় না বলেও জানিয়ে দিয়েছে। স্পষ্ট করে বলেছে, তারা সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চায় না।
নির্যাতিতার পরিবারের আইনজীবী
নির্যাতিতার পরিবারের আইনজীবী শামীম আহমেড বলেছেন,'রাজ্য ও সিবিআই-এর আবেদন নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। তাদের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা তা আদালত ঠিক করবে। রাজ্য ও কেন্দ্রের এই আবেদন সংক্রান্ত মামলায় সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা আমরা চাই না।'
নির্যাতিতার পরিবারের দাবি
আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেছেন, 'আমরা চাই একা সঞ্জয় নন, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা সবাই সামনে আসুক। সবাইকে চরম শাস্তি দেওয়া হোক। তাই এই মামলায় আমরা ওর সর্বোচ্চ শাস্তি চাইছি না।'
রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন
অন্যদিকে এদিন কলকাতা হাইকোর্টে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সিবিআই। সিবিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে আরজি কর মামলার কেস ডায়েরি-সহ সব নথি সিবিআইয়ের কাছে রয়েছে। রাজ্যের কাছে কোনও নথি নেই। এই মামলার বিচার প্রক্রিয়ায় রাজ্যের কোনও ভূমিকা ছিল না। শুধুমাত্র সিবিআইয়ের আইনজীবী সেখানে ছিলেন। হঠাৎ রাজ্য আগ্রহ দেখাচ্ছে। এই মামলায় তারা কোনও ভাবেই আদালতকে সাহায্য করতে পারবে না। রাজ্য এবং সিবিআইয়ের আবেদন যে একই, সে কথাও উল্লেখ করা হয়।
রাজ্যের সওয়াল
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, সিআরপিসির (কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর) ৩৭৭ এবং ৩৭৮ ধারায় বলা আছে, তদন্তকারী সংস্থা ছাড়াও রাজ্য আবেদন করতে পারে।
রায়দান স্থগিত
সব পক্ষের বক্তব্য শোনার পরই শুনানি শেষে রয়দান স্থগিত রেখেছে আদালত।