সংক্ষিপ্ত

স্কুল সার্ভিস কমিশন ২০১৬-র রায় সুপ্রিম কোর্টে বহাল থাকায় ক্যানিং-এ চাকরি হারানো শিক্ষিকা আত্মহত্যার চেষ্টা করেছেন। আদালতের রায়ে চিহ্নিত অযোগ্যদের ৯ বছরের বেতন সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুল সার্ভিস কমিশন ২০১৬ নিয়োগ প্রক্রিয়ার রায় ঘোষণা হয়েছে গতকাল। ২০২৪ সালের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, সেটাই বহাল রাখল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬০০০ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে বৃহস্পতিবার। এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন চাকরিহারারা।

এবার চাকরি হারিয়ে আত্মহত্যার চেষ্টা শিক্ষিকা। ঘটনাটি ক্যানিং-র। ক্যানিং রায়বাঘিনী হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিং। মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করলেন ক্যানিং রায়বাঘিনী হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিংয়। জানা গিয়েছে, তিনি চাকরি সংক্রান্ত বিষয় মানসিক অবসাদে ভুগছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারা হয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেল থেকে পাওনাদাররা তাঁকে মানসিক ভাবে অত্যাচার শুরু করে বলে অভিযোগ। বাড়িতে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। সেই চাপ সহ্য করতে না পেতে বৃহস্পতিবার গভীর রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন রুমা। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি তিনি।

এদিকে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, ‘শুধুমাত্র ইন সার্ভিস শিক্ষকেরা স্বস্তি পেয়েছেন। ৯ বছরের বেতন ফেরত দিতে হবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের। তাও ১২ শতাংশ সুদ সহ। এই সিদ্ধান্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পূর্ববর্তী রায় ও বিভিন্ন নথিক ওপর ভিত্তিতে নেওয়া হয়েছে। যা মোটা ৮৩২৪ জনের নিয়োগ অনিয়ম চিহ্নিত করেছে। সুপ্রিম কোর্টের রায়ের কপি এখনও সম্পূর্ণভাবে প্রকাশিত না হওয়ায় এই সংখ্যা ও শর্তাবলী পরিবর্তন হতে পারে।’

হাইকোর্টের রায় বহাল থাকল। এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হল। বাতিল হল ২৫,৭৫২ জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে, যাঁর জন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন, তাঁরা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। ফের চাকরির পরীক্ষায় বসতে পারবেন চাকরি বাতিল হওয়া প্রার্থীরা। ৩ মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে বলে জানা গিয়েছে।