- Home
- West Bengal
- West Bengal News
- 'মাত্র ১৫ মিনিট!' সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাওয়া নিয়ে মন্তব্য বিকাশের, হতাশ সরকারি কর্মীরা
'মাত্র ১৫ মিনিট!' সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাওয়া নিয়ে মন্তব্য বিকাশের, হতাশ সরকারি কর্মীরা
- FB
- TW
- Linkdin
ডিএ মামলা পিছিয়ে
সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। এটি ছিল ১৪তম শুনানি। পরবর্তী শুনানি মার্চ মাসে।
দিন ঘোষণা হয়নি
ডিএ মামলার শুনানি আগামী মার্চ মাসে হলেও এখনও পর্যন্ত দিন ঘোষণা হয়নি। যা নিয়ে উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের মন্তব্য
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা পিছিয়ে যাওয়া নিয়ে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজের মতামত জানিয়েছেন।
মার্চ মাসে কেন শুনানি
বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন বিচারপতি হৃষিকেশ রায়ের অবসরের দিন এসে গিয়েছে। সেইসব ভাবনা চিন্তা করেই মার্চ মাসের একটি নির্দিষ্ট দিনে মামলাটির আবার শুনানি হবে বলে আপাতত জানান হয়েছে।
মামলার শুনানির সময়
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও বলেছেন, দিনের শেষে ডিএ মামলাটি হৃষিকেশ রায়ের বেঞ্চে উঠেছিল। কিন্তু বিচারপতিদের মনে হয়েছে মামলাটির শুনানি হতে সময় লাগবে। তাই পিছিয়ে দেওয়া হয়েছে।
বিকাশের ধারনা
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য অবশ্য আরও জানিয়েছেন, তাঁর নিজের ধারনা এই মামলার শুনানি হতে মাত্র ১৫ মিনিট সময় লাগার কথা। কিন্তু বিচারপতিরা তা মনে করছেন না।
হতাশ রাজ্য সরকারি কর্মীরা
সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাওয়ায় হতাশ রাজ্য সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, দুই বছর ধরে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। এমন গুরুত্বপূর্ণ মামলার শুনানি না হওয়াটাই অত্যন্ত হতাশাজনক।
ডিএ বৃদ্ধি নিয়ে হতাশা
২০২৪ সালে তাও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছিলেন। কিন্তু এইবছর তেমন ঘটনা এখনও ঘটেনি। জানুয়ারিতে আর ডিএ বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। যা নিয়ে রীতিমত হতাশ রাজ্য সরকারী কর্মীরা।
ডিএ মামলা নিয়ে অনিশ্চিয়তা
আইনজীবীরা জানিয়েছেন যে বিচারপতি রায়ের অবসরের দিন চলে আসায় নয়া বেঞ্চে ডিএ মামলা উঠবে। তাই ঠিক কবে ডিএ মামলা ফের উঠবে, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি।
নতুন বেঞ্চে মামলা
হৃষিকেশ রায়ের অবসরের পরে নতুন বেঞ্চ তৈরি হবে। তাই আগামী মার্চে নতুন বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হতে পারে। তাই কোন বিচারপতির অধীন যাবে ডিএ মামলা তা নিয়েও সংশয় রয়েছে। কারণ প্রথম থেকে বিচারপতি হৃষিকেশ রায়ই ডিএ মামলা শুনছিলেন।