সংক্ষিপ্ত

মহার্ঘ্য ভাতা বা ডিএ না পেলে তারা নির্বাচনের কাজে যাবেন না। পঞ্চায়েত ভোটের আগে এমন জানালেন তারা। নবান্ন ও নির্বাচন কমিশনকের উদ্দেশ্য এমন বার্তা প্রেরণ করল সরকারী কর্মীদের সংগঠন যৌথ মঞ্চ।

ফের সরগরম রাজ্য সরকারের বিভিন্ন দফতর। বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য সরকারী কর্মীরা। বকেয়া ডিএ নিয়ে তারা চাপ দিলেন রাজ্যকে। সরকারি কর্মীরা এবার সাফ জানিয়ে দিয়েছেন, মহার্ঘ্য ভাতা বা ডিএ না পেলে তারা নির্বাচনের কাজে যাবেন না। পঞ্চায়েত ভোটের আগে এমন জানালেন তারা। নবান্ন ও নির্বাচন কমিশনকের উদ্দেশ্য এমন বার্তা প্রেরণ করল সরকারী কর্মীদের সংগঠন যৌথ মঞ্চ।

তারা নবান্ন ও নির্বাচন কমিশনকে দুটি শর্ত দিয়েছেন। প্রথমত, তিন শতাংশ হারে ডিএ বাড়াতে হবে রাজ্যকে। এতে মূল বেতনের ৪২ শতাংশ ডিএ প্রাপ্তি হবে। আর দ্বিতীয়ত, শীঘ্রই রাজ্য সরকারের সকল খালি পদে নিয়োগ করতে হবে। আর এই দুই শর্ত না মানলে কোনও কর্মী ভোটের ডিউটি করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

তবে, এই বিষয় এখন চিঠি দেওয়া হয়নি। নবান্ন ও নির্বাচন কমিশনকে দুটি শর্ত দিয়ে চিঠি দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে চিঠি দেওয়া হবে। তবে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্য সরকারের সব দফতর ছুটি ছিল। পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি ছিল। সে কারণে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিকে পারেনি সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তবে, ইমেল করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ বুধবার অফিস খুললে সংগঠনের তরফ থেকে সদস্যরা সেখানে যাবে বলে জানা গিয়েছে।

এর আগে যদিও ডিএ বৃদ্ধির দাবিতে শহিদ মিনারে দীর্ঘ দিন ধরে প্রতিবাদ করেছিলেন রাজ্য সরকারী কর্মীরা। সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা এখনও বিচারধীন। আগামী ১৫ মার্চ মামলার শুনানি। গত ৫ ডিসেম্বর প্রথম বার শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে। এরপর দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর করে। তারপর এই মামলার শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠিত হয়। জানুয়ারিতে আবার শুনানি হওযার কথা ছিল। ১৬ জানুয়ারি তা হয়। এবার সোমবার পরবর্তী শুনানির দিন স্থির হয়। শেষ পর্যন্ত আর তা হয়নি। এদিকে ২০২২ সালে মে মাসে হাইকোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ ডিএ-র নির্দেশ দেয়। তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকারী কর্মীরা। সেই থেকে চলছে মামলা। এখন দেখার শেষ পর্যন্ত ডিএ নিয়ে কী শুনানি দেয় সুপ্রিম কোর্ট।

 

আরও পড়ুন

২ ডিগ্রি কমে গেল কলকাতার তাপমাত্রার, যাওয়ার আগে এক ধাক্কায় ঠাণ্ডা বাড়াচ্ছে শীত

‘তোমার হাসিতে ডুবে যেতে দাও’, ভালোবাসা দিবসে বাহুডোরে বাঁধা শোভন-বৈশাখী, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল আলিঙ্গনের ছবিতে

রাত পোহালেই শুরু হবে সিবিএসসি-এর ক্লাস ১০ ও ১২-এর পরীক্ষা, জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম