সংক্ষিপ্ত

Suvendu on SSC Scam: দিন যত যাচ্ছে ততই চড়ছে SSC-এর দুর্নীতি নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ। একসঙ্গে বাংলার এতজন ছেলেমেয়ের চাকরি হারানোর ঘটনার শাসক শিবিরকে লাগাতার আক্রমণ করে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu on SSC Scam)।         

Suvendu on SSC Scam: দিন যত যাচ্ছে ততই চড়ছে SSC-এর দুর্নীতি নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ। একসঙ্গে বাংলার এতজন ছেলেমেয়ের চাকরি হারানোর ঘটনার শাসক শিবিরকে লাগাতার আক্রমণ করে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu on SSC Scam)। ফের আরও একবার তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে ফুঁসে উঠলেন তিনি।

নিয়োগ দুর্নীতি নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu on SSC Scam):-

সোমবার হুগলি জেলার চাঁপদানিতে এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, ''মেহবুব উনি তো র্য়াঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। তৃণমূল নেতারাই উনাকে আবার গাড়ি করে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করেছে। আমরা ২০১৬ সালের ২০ লক্ষ চাকরি প্রার্থীর পাশে আছি।''

এখানেই শেষ নয়, গত ৭ এপ্রিল নেতাজি ইন্ডোকে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রসঙ্গেও কটাক্ষ ছুঁড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu on SSC Scam)। সেদিনের বৈঠক নিয়ে তিনি বলেন, ''যারা আজ নেতাজি ইন্ডোরে মিটিংয়ে গিয়েছেন তারা কেউই যোগ্য শিক্ষক-শিক্ষিকা নয়। এদের দিয়ে চব্বিশের ভোট করানো হয়েছে। আবার ভোট লুঠও করেছে এরা।''

ডায়মণ্ড হারবারের ভোট নিয়েও অযোগ্য শিক্ষকদের বিঁধে শুভেন্দু বলেন, ''এরা কেউই প্রকৃত শিক্ষক-শিক্ষিকা নয়। ডায়মণ্ড হারবারের ভোটেও এদের দিয়ে টেন্টেড করানো হয়েছিল।'' আর এবার চাকরিহারাদের দিল্লি যাওয়ার প্রসঙ্গ নিয়েও তাঁদের তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, শীর্ষ আদালতের রায়ে সদ্য চাকরি হারিয়েছেন বাংলার ২৫ হাজার ৭৫৩ জন। যোগ্য-অযোগ্য বাছাই না করে একসঙ্গে এত জন শিক্ষক-শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ায় তীব্র অস্বস্তিতে রাজ্য সরকার। চাকরিহারাদের পাশে মানবিক ভাবে থাকারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও মিটছে না ক্ষোভের আগুন।

জানা গিয়েছে, হকের চাকরি ফেরতের দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন চাকরিহারারা। সোমবারই বাসে করে দিল্লি রওনা দিয়েছেন ৬০ জন যোগ্য চাকরিহারা। সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে করে দিল্লি রওনা হন তাঁরা। বাসে ওঠার সময় তোপ

দাগেন, ‘অযোগ্য’দের। বলেন, ''অযোগ্যদের জন্য আমাদের চাকরি গেল।'' এখন দেখার দিল্লি গিয়েও আদেও সমস্যার সমাধান হয় কিনা! কোন পথে এগোয় চাকরিহারাদের আন্দোলন। উত্তর দেবে অবশ্য সময়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।