- Home
- West Bengal
- West Bengal News
- ডেঙ্গুর দাপটে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের, আক্রান্তের সংখ্যা ৪ হাজারের অধিক, কোন জেলায় সবচেয়ে বেশি?
ডেঙ্গুর দাপটে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের, আক্রান্তের সংখ্যা ৪ হাজারের অধিক, কোন জেলায় সবচেয়ে বেশি?
- FB
- TW
- Linkdin
একদিকে বাড়ছে শীতের আমেজ। অন্য়দিকে এরই মাঝে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কলকাতার-সহ বিভিন্ন জেলায় বাড়থে ডেঙ্গুর প্রকোপ।
রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গত ১৮ নভেম্বর পর্যন্ত খাস কলকাতায় ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ছিল ৯৯৯ জন। যেখানে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ২৭,১৪২ জন।
গত ২ সপ্তাহে রাজ্যে নতুন করে প্রায় ৪ হাজার আক্রান্ত হয়েছে। মফসসল এলাকায় ডেঙ্গু যে ঝড় তুলেছে তা সরকারি হাসপাতাল এবং ল্যাবরেটরিতে পরীক্ষার রিপোর্ট চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায়।
১৮ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতাল অথবা মেডিক্যাল কলেজে টেস্ট করিয়ে পজিটিভ রিপোর্ট পেয়েছে ২১, ২০৯ জন।
বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিকে ডেঙ্গু পজিটিভ হয়েছে ৫,৯৩৩ জন। অর্থাৎ তথ্য বলে দিচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।
আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথমে মুর্শিদাবাদ। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫১৪৭ জন।
দ্বিতীয় স্বাস্থ্য মালদহ আক্রান্ত ২৩৩৩ জন। উত্তর ২৪ পরগণনায় আক্রান্ত ২২৭৮।
হুগলিতে আক্রান্ত ১৫৩১ জন। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় আক্রান্তের সংখ্যা ১২৬৪।
কলকাতায় আক্রান্ত ৯৭৩। পূর্ব বর্ধমানে আক্রান্ত ৯৬৬ জন। হাওড়ায় আক্রান্ত ৮২০ জন।
পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ৬৪৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৬৪২ জন।
অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত ৭০৫১ জন।
সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত ৭১৯৯ জন।
অগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত ৮৫১৬ জন।
জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত ১৮৮৮ জন।
তাই এই সময় প্রয়োজন সকলের সুস্থ থাকা। জ্বর হলে ডাক্তারি পরামর্শ নিন। তেমনই মশার প্রকোপ কমাতে পদক্ষেপ নিন।