সংক্ষিপ্ত

Summer Vacation News: চৈত্রের শেষবেলায় তীব্র গরমে এখন থেকেই হাঁসফাঁস অবস্থা। এপ্রিলে গরমের পরিমাণ আরও বাড়তে পারে বলে আগেই সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipur Weather Office)। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত। জানুন আরও

Summer Vacation News: চৈত্রের শেষবেলায় তীব্র গরমে এখন থেকেই হাঁসফাঁস অবস্থা। এপ্রিলে গরমের পরিমাণ আরও বাড়তে পারে বলে আগেই সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipur Weather Office)। অতিরিক্ত দাবদাহে ছোটো ছোটো স্কুল পড়ুয়াদের যাতে গরমে কষ্ট না হয় তার জন্য স্কুলের সময় পরিবর্তন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার (West Bengal News)।

গরমে স্কুল পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, খুব শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এই বিষয়ে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলার শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। মার্চের শেষ থেকেই অতিরিক্ত গরম পড়ে যাওয়া স্কুলে যাওয়া আসায় রীতিমত কালঘাম ছুটছে খুদে পড়ুয়াদের। অনেক বাচ্চা আবার গরমে অসুস্থ হয়ে পড়ছে। তাদের কথা মাথায় রেখেই রাজ্যে গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই বিষয়ে এক স্কুল পড়ুয়ার অভিভাবক জানাচ্ছেন. গরমে দুপুরে স্কুলে যেতে গিয়ে এবং আসার সময় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। এটা নিয়ে তারা খুবই চিন্তিত বলেও জানিয়েছেন। তবে এই বছর প্রথম নয়, গত বছরও তীব্র গরমের কারণে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, এবারও একই সিদ্ধান্ত নেওয়ার পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার।

আরও জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যে প্রাইমারি স্কুলগুলির সময়সীমা সংক্ষিপ্ত বা সকালের দিকে (Morning School) করে দেওয়াপ চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এবং নির্ধারিত সময়ের আগেই ঘোষণা হতে পারে গরমের ছুটি। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, গরমের ছুটি কবে থেকে দেওয়া হবে এবং প্রাথমিকের বাচ্চাদের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে তা মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত করা হবে। তিনি আরও জানান, এই গরমে সবার আগে বাচ্চাদের স্বাস্থ্যই তাঁদের কাছে সবথেকে আগে প্রাধান্য পাবে।

অন্যদিকে গরমের ছুটি এগিয়ে আনার ব্যাপারে বলতে গিয়ে এক শিক্ষক জানান, গরমে বাচ্চারা ক্লাসে অমনযোগী হয়ে পড়ছে। অনেক বাচ্চা আবার গরমের মধ্যে দূর থেকে স্কুলে আসায় ক্লাসের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে গরমের ছুটি কিছুদিন এগিয়ে আনার ব্যাপারে মত দিয়েছেন ওই শিক্ষক। অবশ্য একই কথা বলছেন অভিভাবকরাও। গরমে বাচ্চারা স্কুলে আসতে কষ্ট পাচ্ছে। দুপুরে যা গরম পড়ছে তাতে ক্লাস করা কঠিন হয়ে পড়ছে। গরমের ছুটি এগিয়ে আনায় ভালো বলে জানিয়েছেন তিনি।

গরমের ছুটি এগিয়ে আনার ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, ''সবার আগে বাচ্চাদের স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া উচিত। এর জন্য গরমের ছুটি কিছুটা এগিয়ে আনলে কোনও ক্ষতি নেই। পড়াশোনা ও পরীক্ষার ব্যাপারটাও পরিকল্পনা করে পদক্ষেপ নিলে কোনও অসুবিধা নেই।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।