- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাব, বুধবার পর্যন্ত ভাসবে দক্ষিণবঙ্গ
Weather News: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া প্রভাব, বুধবার পর্যন্ত ভাসবে দক্ষিণবঙ্গ
- FB
- TW
- Linkdin
বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।
বৃষ্টির কারণ
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। রাজ্যে সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তারই প্রভাব থাকবে বুধবার পর্যন্ত।
কোন কোন জেলায় বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ছাড়াও হাওড়া ও কলকাতাতে প্রচুর বৃষ্টি হতে পারে।
হালকা বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
বুধবারের পরে
হাওয়া অফিস জানিয়েছে বুধবারের পর থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কমতে পারে বৃষ্টির পরিমাণ।
তাপমাত্রা
কলকাতা ও গাঙ্গোয় উপত্যকায় গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তার জেরে কিছুটা হলেও ভ্যাপসা গরম কমেছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস ও ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। দুটোই স্বাভাবিকের থেকে কম।
আপাতত বৃষ্টিতে ভিজবে কলকাতা
হাওয়া অফিসের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ৮ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সেপ্টেম্বরে সক্রিয় মৌসুমি বায়ু
মৌসমভবন আগেই জানিয়েছিল সেপ্টেম্বর মাস থেকেই নতুন করে সক্রিয় হবে মৌসুমি বায়ু। তারই জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুষ্কতম অগাস্ট
মৌসম ভবন জানিয়েছে ১৯০১ সালের পর এটাই ছিল শুষ্কতম অগাস্ট মাস।
৩৬ শতাংশ বৃষ্টির ঘাটতি
হাওয়া অফিস কয়েক দিন আগেই জানিয়েছে এখনও পর্যন্ত ৩৫ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি কয়েছে। ১৯০১ সালের পর এটাই শুষ্কতম অগাস্টের রেকর্ড করেছে।