- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: বর্ষার বৃষ্টিতে কবে স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে? ঘূর্ণাবর্তে আবহাওয়া বদলাবে এখানে
Weather Update: বর্ষার বৃষ্টিতে কবে স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে? ঘূর্ণাবর্তে আবহাওয়া বদলাবে এখানে
- FB
- TW
- Linkdin
বর্ষা এসেও এল না
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও এখনও পর্যন্ত সর্বত্র পৌঁছায়নি। তাই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার জন্য দক্ষিণবঙ্গে অস্বস্তিকর অবহাওয়া বর্তমান থাকছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়েছে। রাজ্য় এখনও পর্যন্ত গড় বৃষ্টিপাতের পরামণ -২১ শতাংশ।
কলকায় প্রবল বৃষ্টির ঘাটতি
আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির ঘাটতি প্রচুর।
বেশি বৃষ্টি হয়েছে
উত্তরের চার জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে।
ঘূর্ণাবর্তের জের
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অবস্থান করছে মধ্য গুজরাট থেকে উত্তরপশ্চিন বিহার, মধ্যপ্রদেশ থেকে দক্ষিণপশ্চিনম উত্তর প্রদেশে। সমুদ্র থেকে দেড় কিলোমিটার উঁচুতে রয়েছে।
ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি
এই ঘূর্ণাবর্তের জেলে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আবারও প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি
পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য কোনও সতর্কতা আপাতত নেই।
দক্ষিণে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি বা স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতায় ভ্যাপসা গরম
কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে আজও রয়েছে ভ্যাপসা গরম। কলকাতার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্র ২০ ডিগ্রি।
কবে স্বস্তির বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই অস্বস্তি কাটবে না। ভারী বৃষ্টির সম্ভাবনার কোনও বার্তা দেয়নি হাওয়া অফিস।