সংক্ষিপ্ত

পঞ্চায়েত নির্বাচনের দিনে ঠিক কোন জায়গায় দাঁড়াবে আবহাওয়ার গতিপ্রকৃতি তাই এখন ভাবাচ্ছে বঙ্গবাসীকে। শেষমেষ কি বৃষ্টিতেই পন্ড হবে ভোট?

রাত পোহালেই রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এদিকে গত দু'দিন ধরেই মুখভার আকাশের। শুক্রবারও দিনভর দফায় দফায় চলেছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিল। তবে আগামীকাল পঞ্চায়েত নির্বাচনের দিনে ঠিক কোন জায়গায় দাঁড়াবে আবহাওয়ার গতিপ্রকৃতি তাই এখন ভাবাচ্ছে বঙ্গবাসীকে। শেষমেষ কি বৃষ্টিতেই পন্ড হবে ভোট? শুক্রবার সকাল থেকেই বৃষ্টি চলেছে দুই বঙ্গে। তবে আগামীকাল থেকেই বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরঙ্গে আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়ায় কোনও বদল আসার সম্ভাবনা নেই। শুধু তাই নয় সোমবার থেকে আরও বাড়তে পারে বৃষ্টির পরিমান। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারেও। শুক্রবার আংশিক মেঘলা আকাশ ছিল জেলাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টি চলেছে। আজ থেকে বৃষ্টির পরিমাণ ও তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ছিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া , মুর্শিদাবাদ , বীরভূমেও।

উল্লেখ্য, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবন। দিকে দিকে এই সাইক্লোনিক সার্কুলেশনের কারণেই তৈরি হওয়ার কারণেই বিভিন্ন এলাকায় আরও বেশি পরিমানে বৃষ্টিপাত ঘটাচ্ছে মৌসুমী বায়ু। পঞ্চায়েত নির্বাচনের মুখে বঙ্গে এই আবহাওয়ার খামখেয়ালির জেরে চিন্তার ভাঁজ পড়েছে পশ্চিমবঙ্গবাসীর কপালে। শুক্রবারও সকাল থেকেই বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দফায় দফায় বেড়েছে বৃষ্টির পরিমানও। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।