সংক্ষিপ্ত
- কোলের শিশুকে চোর নিয়ে যাচ্ছে ভেবে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন মা।
- পরে বুঝতে পারলেন শিশু নয়, ব্যাগ নিয়েই ট্রেন থেকে লাফ দিয়েছে চোর।
- বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন ওই মহিলা।
কোলের শিশুকে চোর নিয়ে যাচ্ছে ভেবে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন মা। যদিও পরে বুঝতে পারলেন শিশু নয়, ব্যাগ নিয়েই ট্রেন থেকে লাফ দিয়েছে চোর। এ যাত্রায় বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন ওই মহিলা।
রেল সূত্রে খবর, ফরাক্কা স্টেশনের কাছে বাচ্চা নিয়ে এসি কামরায় যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় মহিলার ব্যাগ ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। দুষ্কৃতীকে ধরতে পাল্টা চলন্ত ট্রেন থেকে লাফ দেন ওই মহিলা। পরে আহত মহিলাকে উদ্ধার করতে চেন টানেন যাত্রীরা। গুরুতর আহত ওই মহিলাকে প্রথমে স্থানীয় ফারাক্কা বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও শেষ পর্যন্ত গুজব কাটিয়ে অক্ষত অবস্থায় রয়েছে ওই সদ্যজাত শিশু। জানা গেছে,তিনসুকিয়া থেকে ভাগলপুর যাচ্ছিলেন ওই মহিলা।
এদিকে, বহ্মপুত্র মেইল এই ঘটনা নিয়ে ফের রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। চ্লন্ত ট্রেনে একের পর এক ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে জেরবার হতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। প্রশ্ন উঠেছে,ঘটনার সময় রেলের সুরক্ষাকর্মীরা কোথায় ছিলেন। টিকিট ছাড়াই কীভাবে ট্রেনে উঠে পড়ল দুষ্কৃতীরা।