Hooghly Latest News: মহিলা পুলিশদের সিঁদুর পরানোর অভিযোগে বিপাকে ৬ জন বিজেপি কর্মী!

চুঁচুড়ায় সিঁদুর বিতর্কে অভিযুক্ত ৬ বিজেপি নেতা-কর্মী থানায় দিলেন হাজিরা। গত ৩০ মে বিজেপির বিক্ষোভে মহিলা পুলিশদের সিঁদুর দেওয়ায় শুরু হয় বিতর্ক। বিজেপির দাবি মুখমন্ত্রীর সিঁদুর অপমানের প্রতিবাদেই তাঁরা আন্দোলনে নেমেছিলেন।

Share this Video

চুঁচুড়ায় সিঁদুর বিতর্কে অভিযুক্ত ৬ বিজেপি নেতা-কর্মী থানায় দিলেন হাজিরা। গত ৩০ মে বিজেপির বিক্ষোভে মহিলা পুলিশদের সিঁদুর দেওয়ায় শুরু হয় বিতর্ক। বিজেপির দাবি মুখমন্ত্রীর সিঁদুর অপমানের প্রতিবাদেই তাঁরা আন্দোলনে নেমেছিলেন। পুলিশ তাঁদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে।

Related Video