
Smart Meter : বিলের চাপে নাজেহাল সাধারণ মানুষ! স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ বারাসাতে
Smart Meter Barasat : স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসাত শেঠপুকুর বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিল সিপিআইএম-এর পূর্ব দক্ষিণ এরিয়া কমিটি। তাদের দাবি, অবিলম্বে স্মার্ট মিটার খুলে পুরনো পোস্টপেইড মিটার ফিরিয়ে দিতে হবে।
Smart Meter Barasat : সিপিআইএম নেতাদের অভিযোগ, স্মার্ট মিটারের কারণে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষকে চড়া বিল দিতে হচ্ছে, যা অনেকের পক্ষেই মেটানো সম্ভব নয়। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হবে।
বিদ্যুৎ দপ্তরের মুখ্য আধিকারিক সৌরভ খাঁ জানান, আবেদনকারীদের বক্তব্য শোনা হয়েছে এবং বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হবে।