কৃষিক্ষেত্রকে প্রযুক্তির সঙ্গে সংযুক্ত, কৃষি স্টার্টআপের জন্য বিশেষ তহবিল গঠন
Feb 01 2023, 05:16 PM IST'কৃষি স্টার্টআপের জন্য বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। মিলেটের উন্নয়নে বিশেষ জোর। আমরা বিশ্বে সর্বাধিক মিলেট উৎপাদন করি। জোয়ার, বাজরা, রাগির অনেক উপকারিতা রয়েছে।' হর্টিকালচারের জন্য ২ হাজার ২০০ কোটির তহবিল ঘোষণা করেছেন।