কৃষিক্ষেত্রকে প্রযুক্তির সঙ্গে সংযুক্ত, কৃষি স্টার্টআপের জন্য বিশেষ তহবিল গঠন

'কৃষি স্টার্টআপের জন্য বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। মিলেটের উন্নয়নে বিশেষ জোর। আমরা বিশ্বে সর্বাধিক মিলেট উৎপাদন করি। জোয়ার, বাজরা, রাগির অনেক উপকারিতা রয়েছে।' হর্টিকালচারের জন্য ২ হাজার ২০০ কোটির তহবিল ঘোষণা করেছেন।

/ Updated: Feb 01 2023, 05:16 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'কৃষি স্টার্টআপের জন্য বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। মিলেটের উন্নয়নে বিশেষ জোর। আমরা বিশ্বে সর্বাধিক মিলেট উৎপাদন করি। জোয়ার, বাজরা, রাগির অনেক উপকারিতা রয়েছে।' হর্টিকালচারের জন্য ২ হাজার ২০০ কোটির তহবিল ঘোষণা করেছেন। 'নগদ ২.২ লক্ষ কোটি টাকা ১১.৪ কোটি কৃষকদের দেওয়া হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধির মাধ্যমে এই অর্থ দেওয়া হয়েছে' জানালেন নির্মলা সীতারামন।