Ind vs Nz: বন্ধুর সঙ্গে লুকিয়ে প্রেম, ধরা পড়েছিলেন শাশুড়ির হাতে, জানুন রাহানের অজানা কাহিনি
Nov 24 2021, 07:38 PM ISTগত অস্ট্রেলিয়া (Australia) সফরে বিরাট কোহলির (Virat Kohli)অনুপস্থিতিতে কার্যত প্রায় দ্বিতীয় সারির ভারতীয় দলকে (Indian Team)নিয়ে সিরিজ জিতে নজির তৈরি করেছিলেন অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। তার অধিনায়কত্বের প্রশংসা হয়েছিল সর্বত্র। এবার ঘরের মাঠে নিজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টে ফের একবার অধিনায়কত্ব করতে দেখা যাবে রাহানেকে। বরাবরই শান্ত স্বভাবের রাহানে, ব্য়ক্তিগত জীবনে কিন্তু খুবই রোমান্টিক (Romantic)। রাহানে ও তার স্ত্রী রাধিকার (Radhika) প্রেম কাহিনিও খুবই মজার ও আকর্ষণীয়।