বলিউডের ঝা-চকচকে পার্টিতে নয়, বিছানাতে শুয়ে দিওয়ালি কাটালেন আলিয়া, আর কী কী করলেন হবু মা?
Oct 25 2022, 09:02 AM ISTআলোর রোশনাইতে সেজে উঠেছে চারিদিক। বলিউড ব্যস্ত ধামাকাদার দিওয়ালি সেলিব্রেশনে। দিওয়ালির আমেজ এখন সর্বত্র। দিওয়ালির এই কটা দিন বলি তারকারা ডুবে থাকেন পার্টিতে। প্রতিদিন কোনও না কোনও তারকা দিওয়ালি পার্টিতে নজর কাড়ছেন, তবে চলতি বছরে দিওয়ালির ঝা-চকচকে পার্টি থেকে অনেক দূরে রয়েছেন বলিউডের মম টু বি আলিয়া ভাট। অন্তঃসত্ত্বা অভিনেত্রী কীভাবে দিওয়ালি সেলিব্রেশন করলেন রইল একঝলক।