এক সঙ্গে তিনটি ঝটকা নিয়ে হাজির হচ্ছেন আয়ুষ্মান খুরানা, পর পর মুক্তি পাবে তাঁর ছবি
Apr 10 2022, 06:20 PM ISTশীঘ্রই মুক্তি পেতে চলেছে নায়কের ছবি। তবে, একটি নয়, পর পর তিনটি ছবি মুক্তি পাবে আয়ুষ্মানের। এমনই খবর বলিপাড়ায়। শোনা যাচ্ছে, নায়কের ব্যস্ততার পারদ এখন সপ্তম স্তরে। হাতে রয়েছে তিনটি ছবি। আর এই তিনটি ছবির কাজই মোটামুটি শেষ। আর আনন্দের খবর এই যে, চলতি বছরেই মুক্তি পাবে ছবি তিনটি।