'অহিন্দিভাষীদের উপরে হিন্দি চাপিয়ে দেওয়া উচিত হবে না', ছবির প্রচারে কলকাতায় এসে বললেন আয়ুষ্মান খুরানা
May 20 2022, 11:58 PM ISTছবির প্রচারে কলকাতায় এসে মন জয় করে নিলেন আয়ুষ্মান খুরানা। ২৭ মে মুক্তি পাচ্ছে অনিক, তার আগে কলকাতার নিউটাউনে হল প্রচার। অনিকের বিষয় উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বললেন আয়ুষ্মান। আয়ুষ্মান এই ছবিতে একজন আন্ডারকভার সরকারি এজেন্ট হিসাবে কাজ করেছেন। অনিক-এ আয়ুষ্মান-এর অভিনীত চরিত্রের নাম জোসুয়া।