Petrol and Diesel New Prices: মার্কিন প্রশাসনের পারস্পরিক শুল্কের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা যখন রয়েছে তখনই বিশ্বের বাজারে পেট্রোল আর ডিজেলের নাম নিম্নগামী। তখনই পেট্রোলের দাম বাড়াচ্ছে কেন্দ্র।
এই নিয়ে প্রায় ৫০১ দিন অপরিবর্তীত জ্বালানির দাম। শেষ গত বছরের এপ্রিল মাসে কমেছিল পেট্রল-ডিজেলের দাম।
ভারতের কোন রাজ্যের কোন শহরে আজ কমে গেল পেট্রোলের দাম, ডিজেলের দামে হেরফের হল কতটা, জ্বালানি তেলের লেটেস্ট মূল্যের তালিকা দেখে নিন এক নজরে।
রাজ্য অনুযায়ী তেলের জ্বালানির দামে করের হার আলাদা হওয়ায়, রাজ্যের ভিত্তিতে আলাদা হয় তেলের দামও।কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক।