- Home
- Business News
- Other Business
- Petrol and Diesel New Prices: আরও দামি হল পেট্রোল আর ডিজেল, ২ টাকা অন্তঃশুল্ক বসাল মোদী সরকার
Petrol and Diesel New Prices: আরও দামি হল পেট্রোল আর ডিজেল, ২ টাকা অন্তঃশুল্ক বসাল মোদী সরকার
Petrol and Diesel New Prices: মার্কিন প্রশাসনের পারস্পরিক শুল্কের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা যখন রয়েছে তখনই বিশ্বের বাজারে পেট্রোল আর ডিজেলের নাম নিম্নগামী। তখনই পেট্রোলের দাম বাড়াচ্ছে কেন্দ্র।
- FB
- TW
- Linkdin
)
আবার দামি হল পেট্রোল ডিজেল
আবারও দামি হল পেট্রোল আর ডিজেল। কেন্দ্রীয় সরকার অন্তঃশুল্ক বসিয়েছে জ্বালানি তেলের ওপর।
অন্তঃশুল্ক
কেন্দ্রীয় সরকার পেট্রোল আর ডিজেলের ওপর ২ টাকা এক্সাইজ ডিউটি বা অন্তঃশুল্ক বসিয়েছিল। যার কারণে আবারও দামি হচ্ছে জ্বালানি তেল।
বিশ্বে পেট্রোল-ডিজেলের দাম
মার্কিন প্রশাসনের পারস্পরিক শুল্কের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা যখন রয়েছে তখনই বিশ্বের বাজারে পেট্রোল আর ডিজেলের নাম নিম্নগামী। তখনই পেট্রোলের দাম বাড়াচ্ছে কেন্দ্র।
চাপ বাড়বে দেশের মানুষের ওপর
মূল্যবৃদ্ধির ফলে ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির আশঙ্কা আছে। দেশের ভোক্তাদের উপর প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পণ্যের দাম বাড়তে পারে
পেট্রোল আর ডিজেলের দাম বাড়ার কারণে পণ্যের দাম বাড়তে পরে বলেো আশঙ্কা করা হচ্ছে।
পরিবহন খরচ বাড়তে পারে
কেন্দ্রীয় সরকারের ২ টাকা অন্তঃশুল্ক বসানোর কারণে পরিবহণ খরচ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সিদ্ধান্ত
সোমবার দুপুর থেকেই পেট্রোল আর ডিজেলের ওপর অন্তঃশুল্ক বসান হয়েছে।
পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কারণে এবার দাম বাড়ল পেট্রোল আর ডিজেলের। আপাতত দাম কমার কোনও সম্ভাবনা নেই।
মুম্বই-দিল্লিতে দাম
নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪.৭২ টাকা। মুম্বাইতে পেট্রোলের দাম ১০৪.২১ টাকা।
কলকাতায় দাম
কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৪। একই সময়ে, চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০.৭৫ টাকা।