প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে DPI বিপ্লব, G20 নথিতে বিশ্বব্যাঙ্কের অকুন্ঠ প্রশংসা
Sep 08 2023, 03:29 PM ISTনীতিটি ৩১২টি মূল স্কিমের মাধ্যমে ৫৩টি কেন্দ্রীয় সরকারের মন্ত্রক থেকে সরাসরি সুবিধাভোগীদের কাছে প্রায় ৩৬১ বিলিয়ন ডলার হস্তান্তরকে সমর্থন করেছে। এর ফলে ২০২২ সালের মার্চের মধ্যে মোট ৩৩ বিলিয়ন ডলার সঞ্চয় হয়েছে। এটি জিডিপির প্রায় ১.১৪ শতাংশের সমান।